মুখ্যমন্ত্রীর ভাইপোকে খুনের হুমকি বিজেপি নেতার, দূরত্ব বাড়ালেন দিলীপ

Sat, 04 Aug 2018-10:59 pm,

দলের নেতা নির্মল চন্দ্র মণ্ডলের বিতর্কিত মন্তব্যের থেকে দূরত্ব বাড়াল বিজেপি। শনিবার তা স্পষ্ট করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।  

শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভাইপোকে খুনের প্রচ্ছন্ন হুঁশিয়ারি দেন বিজেপি নেতা নির্মলচন্দ্র মণ্ডল। তিনি বলেন, আমরা প্রতিশোধ নেব। আরএসএসের মরদের সংগঠন। যমের মতো ভয় করে সিপিএম। খুনি সিপিএমের সঙ্গে লড়াই চলছে কেরলে। ওরা একটা খুন করলে আমরা দুটো খুন করি ভাই। সেরকম মারামারি আমরা এখানে শুরু করব। কী হবে দিদি? তোমার ভাইপো যদি খুন হয়ে যায়, কী করবে দিদি?

সরাসরি খুনের হুমকি দিচ্ছেন এক বিজেপি নেতা, তাও আবার রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাইপো তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। স্বভাবতই সমালোচনার মুখে পড়েন বঙ্গ বিজেপি নেতারা।  

একটি সর্বভারতীয় টিভি চ্যানেলে নির্মলের এই বক্তব্য সম্প্রচার হতেই প্রতিবাদ করেন তৃণমূল নেতৃত্ব। চাপে পড়ে দূরত্ব বাড়ায় বিজেপি। জানিয়ে দেয়, তাদের সমর্থন নেই।

শনিবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, উস্কানিমূলক মন্তব্য সমর্থন করে না বিজেপি। নির্মলচন্দ্র মণ্ডলের সঙ্গে কথা বলব। 

নির্মলের পাশে না দাঁড়ালেও দিলীপ এটাও মনে করিয়ে দেন, কোনও হুমকি দেননি তিনি। বরং খুনের রাজনীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। 

 

 বাংলার দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় এদিন বলেন, ''হিংসায় আমরা উস্কানি দিই না। বীরভূমে কীভাবে আমাদের কর্মীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাধা দেওয়া হয়েছে, তা সবাই দেখেছে। এটাই কি গণতন্ত্র?''   

নির্মলচন্দ্র মণ্ডলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link