Filmfare Awards Bangla 2025: 'বহুরূপী'র ঝুলিতে ৭ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড! কোন বিভাগে কে জিতলেন? রইল সম্পূর্ণ তালিকা...

Filmfare Awards Bangla 2025: ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুবাদে সেরা অভিনেতার পুরস্কারও পেয়েছেন শিবপ্রসাদ। রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, যশ দাশগুপ্ত চাঁদের হাট বসেছিল।  

Mar 19, 2025, 20:02 PM IST
1/6

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৫ ’-এ সেরা সিনেমার পুরস্কার জিতেছে নির্মাতা জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের চলচ্চিত্র ‘বহুরূপী’।

2/6

সেরা পরিচালক

সেরা পরিচালকের পুরস্কারও পেয়েছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুবাদে সেরা অভিনেতার পুরস্কারও পেয়েছেন শিবপ্রসাদ।  

3/6

ফিল্মফেয়ার

১৮ মার্চ মঙ্গলবার কলকাতায় আয়োজিত হয়েছিল ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস পশ্চিমবঙ্গ-২০২৫। রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, যশ দাশগুপ্ত, নুসরত জাহান, মিমি চক্রবর্তী থেকে ওপার বাংলার জয়া আহসান। চাঁদের হাট বসেছিল। ‘আমার বস’র হাত ধরে ২২ বছর পর ফের বাংলা ছবিতে ফিরছেন রাখি গুলজার।  নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবিটি ঘিরে চর্চা তুঙ্গে। শনিবার মুক্তি পেয়েছে ‘আমার বস’র প্রথম গান।  

4/6

তালিকা

সেরা ছবি- বহুরূপী সেরা পরিচালক- নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় (বহুরূপী) সেরা ছবি (ক্রিটিক্স)- 'চালচিত্র এখন' (অঞ্জন দত্ত), 'মাণিকবাবুর মেঘ' (অভিনন্দন বন্দ্যোপাধ্যায়)

5/6

তালিকা

সেরা মুখ্য মহিলা চরিত্রাভিনেত্রী - শুভশ্রী গাঙ্গুলী (বাবলি) সেরা অভিনেত্রী (ক্রিটিক্স)- মমতা শঙ্কর (বিজয়ার পরে) সেরা মিউজিক অ্যালবাম - অনুপম রায়, বনি চক্রবর্তী, অর্ণব দত্ত, শিলাজিৎ মজুমদার, ননীচোরা দাস বাউল (বহুরূপী) সেরা গানের কথা - অভিনন্দন বন্দ্যোপাধ্যায় (তোমার আমার গল্প হত যদি)- মাণিকবাবুর মেঘ সেরা প্লে ব্যাক সিঙ্গার (পুরুষ)- ননীচোরা দাস বাউল এবং বনি চক্রবর্তী ('শিমুল পলাশ'- বহুরূপী)

6/6

তালিকা

সেরা সম্পাদনা- সৃজিত মুখোপাধ্যায় (পদাতিক) সেরা কস্টিউম-জয়ন্তী সেন (বহুরূপী) সেরা মেক আপ- সোমনাথ কুণ্ডু (পদাতিক)  লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড - বিশ্বজিৎ চট্টোপাধ্যায় সেরা নবীন পরিচালক - শমিক রায়চৌধুরী (বেলাইন)