Bongobhumi: ''বাংলাদেশ ভেঙে ছ'টি জেলা নিয়ে হিন্দুদের জন্য আলাদা সম্পূর্ণ স্বাধীন 'বঙ্গভূমি' রাষ্ট্র তৈরি হবে'' এবার? কারা করবে?
Bongobhumi For Hindus by Bongo Sena: ৪৩ তম স্বাধীনতা দিবস পালন করল বঙ্গসেনা। অসম,নাগাল্যান্ড, উত্তরবঙ্গ এবং কলকাতা থেকে কর্মী ও সমর্থকেরা এই সভায় যোগদান করেন।
প্রদ্যুত দাস: ৪৩ তম স্বাধীনতা দিবস পালন করল বঙ্গসেনা। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের তিস্তা পাড়ের মান্দাতারী গ্রাম পঞ্চায়েতের টাকিমারিতে প্রথমে পতাকা উত্তোলন, পরে রোড মার্চ। হল সাংবাদিক সম্মেলনও। এভাবেই দিনটি পালন করলেন বঙ্গসেনার কর্মী ও সমর্থকরা। অসম,নাগাল্যান্ড, উত্তরবঙ্গ এবং কলকাতা থেকে কর্মী ও সমর্থকেরা এই সভায় যোগদান করেন।
1/6
'বঙ্গভূমি' রাষ্ট্র গঠন

2/6
বঙ্গ সেনার মুখপাত্র

photos
TRENDING NOW
3/6
আন্দোলনের হুমকি

বঙ্গ সেনার মুখপাত্র বিমল মাঝি আরও জানান, যেভাবে ব্রিটিশের থেকে ভারত স্বাধীন হয়েছে, পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে, সেভাবেই এখনকার বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের জন্য স্বাধীন বঙ্গভূমি রাষ্ট্র হবে। তিনি বাংলাদেশে কারাগারে বন্দি চিন্ময়কৃষ্ণ মহারাজের মুক্তির দাবিও জানান। চিন্ময়কৃষ্ণের মুক্তি না হলে আন্দোলনের হুমকিও দেন।
4/6
২৮% থেকে ৭%

5/6
১৯৭১ সাল থেকেই

সেই ১৯৭১ সাল থেকেই সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নারীদের উপর নির্যাতন, তাঁদের ধর্ষণ, জমিদখল, ডাকাতি ,খুন ঘটে চলেছে বলে উল্লেখ করেন বিমল মাঝি। বঙ্গ সেনারা প্রাণ বাঁচাতে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয় বলে তিনি দাবি করেন। বর্তমানে বাংলাদেশের মৌলবাদী সরকার হিন্দুদের উপর অত্যাচারে পরিস্থিতি আরও উত্তপ্ত। ওদেশের নিপীড়িত সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা এখন প্রশ্নের মুখে। সংখ্যালঘু রক্ষার্থে বাংলাদেশে হিন্দুদের জন্য পৃথক স্বাধীন 'বঙ্গভূমি' রাষ্ট্র গঠন করার ডাক দিচ্ছেন তাঁরা, বলে জানান তিনি।
6/6
রাষ্ট্রসংঘের কার্যালয়ে

পরবর্তী পদক্ষেপ প্রসঙ্গে বিমল মাঝি বলেন, এর পরেই দিল্লিতে অবস্থিত রাষ্ট্রসংঘের কার্যালয়ে পৌঁছবে বঙ্গ সেনা। কারণ, বর্তমান বাংলাদেশের যা পরিস্থিতি, তাতে এই মুহূর্তে বাংলাদেশের উল্লেখিত ছয় জেলাকে নিয়ে বঙ্গভূমি রাষ্ট্র গঠন করা না হলে, আসন্ন সময়ে ওপার থেকে অত্যাচারিত নিপীড়িত অর্ধ শিক্ষিত হয়ে যে হিন্দু শরণার্থীরা ভারতে আসতে বাধ্য হবেন, তাঁদের সংখ্যাটি প্রায় পাঁচ কোটি! আর এঁদের দায়ভার নিতে হবে কেন্দ্রীয় সরকারকেই।
photos