Karwa Chauth 2025: প্রথম করবা চৌথে স্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম রকির, আবেগে ভাসলেন হিনা খান...

Hina Khan Karwa Chauth 2025: হিনা খানের স্বামী রকি জৈসওয়াল তাঁদের প্রথম করবা চৌথে ঘটালেন এক অবিশ্বাস্য ঘটনা। সমাজমাধ্যমে পোস্ট করার সঙ্গে সঙ্গে ভাইরাল হল ছবি ভক্তদের মধ্যে। 

| Oct 11, 2025, 12:56 PM IST
1/7

হিনা-রকির প্রথম করবা চৌথ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিয়ের পর প্রথম করবা চৌথ পালন করলেন টেলি অভিনেত্রী হিনা খান এবং তাঁর স্বামী রকি জয়সওয়াল। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী একগুচ্ছ ছবি শেয়ার করেন। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।    

2/7

হিনা-রকির প্রথম করবা চৌথ

সাধারণত এই করবা চৌথে স্ত্রীই স্বামীকে পা ছুঁয়ে প্রণাম করেন এবং তাঁকে সম্মান জানান। হিনার পোস্টে দেখা গিয়েছে সেই রীতি ভেঙে নজির গড়েছেন রকি।

3/7

হিনা-রকির প্রথম করবা চৌথ

হিনার পোস্টে দেখা যায়, রকি হিনার পা ছুঁয়ে প্রণাম করছেন। যা তাঁদের সম্পর্কের সম্মান ও ভালোবাসার গভীরতাকে বোঝায়। একটি ইন্সটাগ্রাম পোস্টে রকি লেখেন, 'তিনি সেই দেবী, যিনি তাঁর উপস্থিতি দিয়ে আমার অস্তিত্বকে অধিষ্ঠিত করেছেন। আমি চিরকাল তাঁর পায়ে থাকব।'  

4/7

হিনা-রকির প্রথম করবা চৌথ

তিনি আরও উল্লেখ করেছেন, 'যেভাবে শিব-শক্তির মেলবন্ধনে ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়, ঠিক তেমনি আমার জীবন তিনি আমাকে মেনে নিয়ে যেভাবে স্বীকৃতি দিয়েছেন, তা আমার জীবনে দ্যুতিময় হয়ে উঠেছে।'

5/7

হিনা-রকির প্রথম করবা চৌথ

হিনা ও রকি বিয়ে হয় ২০২৫-এর ৪জুনে। তাঁদের সম্পর্ক বহু বছর ধরে। তাঁদের আলাপ ‘ইয়েহ রিস্তা কিয়া কেনলতা হ্যায়’ সিরিয়ালের সেটেই হয়েছিল এবং পরে প্রেমে আবদ্ধ হন। 

6/7

হিনা-রকির প্রথম করবা চৌথ

এই ঘটনাটি সামাজিক মাধ্যমে গ্রহণযোগ্যতা পাচ্ছে বিশেষ করে এমন একটি মুহূর্ত হিসেবে, যেখানে স্ত্রীর প্রতি সম্মান শুধু স্বামী প্রদর্শন করছেন না, ববং ঘুরিয়েও দিচ্ছেন পুরোনো রীতি ও মানসিকতা।

7/7

হিনা-রকির প্রথম করবা চৌথ

এভাবে প্রথম করবা চৌথকে স্মরণীয় করে রাখলেন হিনা ও রকি সম্পর্ক, সম্মান ও সমতার বার্তা দিয়ে।