কার্ডিয়াক অ্যারেস্ট কাদের মানসিক উদ্বেগ বেশি বাড়ায়? সমীক্ষায় মিলল গুরুত্বপূর্ণ তথ্য
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কার্ডিয়াক অ্যারেস্ট বা হৃদরোগে বাড়ে মানসিক উদ্বেগ। আর সেই নিয়েই বিশেষজ্ঞদের সমীক্ষায় উঠে এল গুরুত্বপূর্ণ তথ্য।
বিশেষজ্ঞরা বলছেন, কার্ডিয়াক অ্যারেস্টের ফলে পুরুষদের থেকে মহিলাদের মধ্যে দীর্ঘমেয়াদি মানসিক উদ্বেগ দেখা যায়। ইউরোপীয় সোসাইটি অফ কার্ডিওলজির একটি বৈজ্ঞানিক সভায় ESC Acute CardioVascular Care 2023-এ প্রকাশিত একটি সমীক্ষায় এর উল্লেখ রয়েছে।
সেই সমীক্ষা অনুসারে, ৪০ শতাংশেরও বেশি মহিলা কার্ডিয়াক অ্যারেস্টের পর প্রায় ৪ মাস ধরে মানসিক উদ্বেগে ভুগেছেন। যেখানে পুরুষদের ক্ষেত্রে সেই সংখ্যাটা হচ্ছে ২৩ শতাংশ।
বিশেষজ্ঞরা আরও বলছেন, শিল্পোন্নত দেশগুলিতে কার্ডিয়াক অ্যারেস্টের কারণে প্রতি ৫ জনের মধ্যে একজনের মৃত্যু ঘটে থাকে।
হার্ট যদি অপ্রত্যাশিতভাবে শরীরের চারপাশে রক্ত পাম্প করা বন্ধ করে দেয় এবং যদি প্রবাহ দ্রুত পুনরুদ্ধার করা না হয়, তবে ওই ব্যক্তি ১০ থেকে ২০ মিনিটের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ে।