Reservation in Housing Projects: ফের কেন্দ্রের ধামাকা! আবাসনে এবার ৪ শতাংশ কোটা...

Reservation in Housing Projects: সুগম্য ভারত অভিযানে'র অঙ্গ  হিসেবে এবার সংরক্ষণের আওতায় বিশেষভাবে সক্ষম ব্য়ক্তিরা। কেন্দ্রীয় আবাসনে মিলবে ৪ শতাংশ সংরক্ষণ

| May 22, 2025, 08:27 PM IST
1/7

জি ২৪ ঘণ্টা ডিজিটাস ব্যুরো: সবার জন্য সরকারের পথে আরও একধাপ। কেন্দ্রীয় আবাসন প্রকল্পের বিশেষভাবে সক্ষমদের জন্য় এবার ৪ শতাংশ সংরক্ষণ ঘোষণা করল মোদী সরকার। জারি হয়ে গেল বিজ্ঞপ্তি।

2/7

কেন্দ্রে ক্ষমতায় আসার পর  'সুগম্য ভারত অভিযান'  নামে একটি কর্মসূচি শুরু করে মোদী সরকার। যা  অ্যাক্সেসিবল ইন্ডিয়া ক্যাম্পেইন নামেও পরিচিত।

3/7

২০১৫ সালের ৩ ডিসেম্বর থেকে দেশজুড়ে শুরু হয়  'সুগম্য ভারত অভিযান' ।

4/7

এই কর্মসূচি মূল লক্ষ্য, সরকারিভাবে বিশেষ সক্ষমদের বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থার করা। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে কেন্দ্রীয় আবাসন প্রকল্পের ৪ শতাংশ সংরক্ষণের আওতায় আনা হল বিশেষভাবে সক্ষমদের।

5/7

২০১৬ সালে বিশেষভাবে সক্ষমদের অধিকার আইনে বিজ্ঞপ্তি জারি করেছে Ministry of Housing and Urban Affairs। কবে? আজ, বৃহস্পতিবার।

6/7

বিজ্ঞপ্তিতে উল্লেখ, কেন্দ্রীয় সরকারে আবাসন প্রকল্পে এবার থেকে ৪ শতাংশ সংরক্ষণ দেওয়া হবে বিশেষভাবে সক্ষমদের। 

7/7

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর সবকা সাথ, সবকা বিকাশ স্লোগানকেই মাথায় রেখেই এই পদক্ষেপ।