Champions Trophy Prize Money: চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলে টাকার টর্নেডো...ক্যালকুলেটরও হোঁচট খাবে পুরস্কারমূল্যে!
Champions Trophy Prize Money: চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেই ধনবর্ষা... ক্যালকুলেটরও হোঁচট খাবে! পুরস্কারমূল্য জানেন?
1/5
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

2/5
চ্যাম্পিয়ন্স ট্রফি ফিরল

২০১৭ সালে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল ইংল্যান্ড এবং ওয়েলসে। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। চার বছর অন্তর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, ৮ বছর পর আইসিসি-র পরিচালনায় ফিরছে এটুর্নামেন্ট। যা অনেকে মিনি বিশ্বকাপও বলে থাকেন। ভারত যেহেতু পাকিস্তানে খেলতে যাবে না, সেহেতু আইসিসি নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাইকে সবুজ সংকেত দিয়েছে। হাইব্রিড মডেলে হচ্ছে টুর্নামেন্ট।
photos
TRENDING NOW
3/5
আইসিসি-র চেয়ারে এখন জয়

গতবছর ১ ডিসেম্বর থেকে জয় শাহ শুরু করেছেন তাঁর নতুন ইনিংস। গ্রেগ বার্কলের জুতোয় পা গলিয়ে আইসিসির চেয়ারম্যান হয়েছেন জয়। পঞ্চম ভারতীয় হিসাবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার শীর্ষ পদে তিনি। জয় চেয়ারে থাকলেচ্যাম্পিয়ন্স ট্রফিতে যে, বিরাট কিছু ঘটবে তা আগেই আন্দাজ করা গিয়েছিল। টুর্নামেন্ট শুরুর পাঁচ দিন আগে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কারমূল্য ঘোষণা করল। যা শুনে বাইশ গজ চমকে গিয়েছে। ২০১৭ সালের চেয়ে ৫৩ শতাংশ বেড়ে তা দাঁড়াল ৫৯ কোটি টাকা!
4/5
চ্যাম্পিয়ন্স ট্রফিতে কে কোন দলে

গতবছর ডিসেম্বরে প্রতিযোগিতার সূচি ঘোষিত হয়ে গিয়েছিল। ৮ দলীয় লড়াই হবে। প্রতিটি গ্রুপে চারটি করে দল। ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউ জ়িল্যান্ডকে নিয়ে গ্রুপ এ। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান গ্রুপ বি-তে। প্রথম ম্যাচ ১৯ ফেব্রুয়ারি করাচিতে। মুখোমুখি আয়োজক পাকিস্তান ও নিউ জ়িল্যান্ড। আগামী ২০ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অভিযান শুরু বাংলাদেশের বিরুদ্ধে। এরপর ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান মহারণ। গ্রুপের শেষ ম্যাচ ২ মার্চ নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে। সেমিফাইনাল হবে ৪ মার্চ ও ৫ মার্চ। ফাইনাল ৯ মার্চ।
5/5
চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কারমূল্য

চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারলে রোহিত শর্মারা পাবেন ২.২৪ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১৯ কোটি ৪৫ লক্ষ টাকা)। রানার্স আপের পকেটে আসবে ১.২১ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ৯.৭২ কোটি টাকা)। সেমিফাইনালে পরাজিত দুই দলের জন্য ধার্য করা হয়েছে পাবে ৫ লক্ষ ৬০ হাজার মার্কিন ডলার বা ৪.৮৭ কোটি টাকা। পঞ্চম ও ষষ্ঠ স্থানে শেষ করা টিম ৩.০৪ কোটি টাকা করে পাবে। সপ্তম ও অষ্টম স্থানে শেষ করা দল ১.২১ কোটি টাকা করে পাবে। এছাড়া গ্রুপ পর্বে বিজয়ীদের জন্য রাখা হয়েছে ২৯ লক্ষ টাকা করে।
photos