করোনা আবহে এইচডিএফসি-র শেয়ার কিনল চিনের শীর্ষ ব্যাঙ্ক
এইচডিএফসি-এর ১.০১ শতাংশ শেয়ার কিনল পিপলস্ ব্যাঙ্ক অফ চায়না। গত কোয়ার্টারের শেষে এইচডিএফসির প্রায় ১.৭৫ কোটি শেয়ার কিনেছে চিনের কেন্দ্রীয় ব্যাঙ্ক।
গত এক মাস ধরে শেয়ার বাজারে এইচডিএফসির গ্রাফ ক্রমশই নিম্নমুখী হয়েছে। করোনাভাইরাস পরিস্থিতিতে প্রায় ২৫ শতাংশ পতন হয়েছে এইচডিএফসি-র শেয়ারের দামের।
তবে, এই প্রথম এইচডিএফসি-র অংশীদারিত্বে পিপলস ব্যাঙ্ক অফ চায়না ভাগ বসাল না। এর আগেও এইচডিএফসি-র ০.৮ শতাংশ অংশীদার ছিল পিপলস ব্যাঙ্ক অফ চায়না।
এইচডিএফসি-তে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের ৭০.৮৮ শতাংশ শেয়ার রয়েছে। তার মধ্যে সিঙ্গাপুর সরকারেরও ৩.২৩ শতাংশ শেয়ার রয়েছে।
এইচডিএফসি ছাড়াও বিশ্বের বিভিন্ন বৃহত্ সংস্থায় বিনিয়োগ রয়েছে পিপলস ব্যাঙ্ক অফ চায়নার।