Indo-China Meet: ভারতে এলেন চিনের বিদেশমন্ত্রী Wang Yi, বৈঠক ভারতের বিদেশমন্ত্রী Jaishankar-এর সঙ্গে
চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই প্রতিনিধি-স্তরের আলোচনার জন্য শুক্রবার নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করেন।
চিনের বিদেশমন্ত্রী বৃহস্পতিবার ভারতে এসেছেন। শুক্রবার সাউথ ব্লকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের অফিসেও যান তিনি।
চিনের বিদেশমন্ত্রীর ভারত সফরের মূল উদ্দেশ্য হল দুই দেশের সরাসরি যোগাযোগ পুনরায় শুরু করা। এই বছরের শেষের দিকে বেজিংয়ে আয়োজন হতে চলা ব্রিকস বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আমন্ত্রণ জানাবেন ওয়াং।
ভারত সফরের আগে চিনের বিদেশমন্ত্রী ইসলামাবাদে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (OIC) সভায় বক্তৃতা দেন। বৈঠকে তিনি বলেন, "কাশ্মীরের বিষয়ে, আমরা আজ আবারও আমাদের অনেক ইসলামিক বন্ধুর ডাক শুনেছি। এবং চীনও একই আশা প্রকাশ করে।" যদিও ভারত কাশ্মীর নিয়ে চিনের মন্তব্যের বিরোধিতা করেছে এবং বলেছে যে চিন সহ অন্যান্য দেশের অধিকার নেই ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার।
গত বছর জুলাইয়ে, বিদেশমন্ত্রী জয়শঙ্কর দুশানবেতে, সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) বৈঠকের সময়ে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে দেখা করেছিলেন। যেখানে তিনি জানিয়েছিলেন যে সীমান্ত এলাকার স্থিতাবস্থার একতরফা পরিবর্তন ভারতের পক্ষে গ্রহণযোগ্য নয়। ২০২০ সালের মে মাসের প্রথম দিকে LAC-তে সমস্যা শুরু হওয়ার পর জয়শঙ্কর এবং ওয়াং ই-র মধ্যে এটি ছিল দ্বিতীয় মুখোমুখি কথোপকথন।