গলি ক্রিকেট যেন! এবার আন্তর্জাতিক টুর্নামেন্টের টসে কয়েনের বদলে ব্যাট

Suman Majumder Tue, 11 Dec 2018-7:17 pm,

হেলমেট ক্যামেরা, জিংস স্ট্যাম্পের প্রচলন শুরু হয়েছিল এই টুর্নামেন্টে। এবার তাঁরা আরও একখানা নতুন ব্যাপার আনতে চলেছে। টসে কয়েনের বদলে ব্যবহার করা হবে ব্যাট। ঠিক যেমনভাবে গলি ক্রিকেটে হয়। 

ছোটবেলায় গলি ক্রিকেটে এমনটা হয়তো আপনিও করেছেন। ব্যাট শূন্যে ছুঁড়ে দিতেন এক দলের ক্যাপ্টেন। আরেক দলের অধিনায়ককে কল করতে হত, ব্যাটের উঁচু নাকি সমতল দিক!

এবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে গলি ক্রিকেটের স্মৃতি। সৌজন্যে বিগ ব্যাশ। 

হোম টিমের ক্যাপ্টেন ব্যাট ছুঁড়বেন শূন্যে। অ্যাওয়ে দলের ক্যাপ্টেনকে কল করতে হবে। বিগ ব্যাশ আয়োজক কমিটির দাবি, নতুন এই প্রচলন টুর্নামেন্টের জনপ্রিয়তা বাড়িয়ে তুলবে। 

এখনও পর্যন্ত বিগ ব্যাশের যা সূচি তাতে ব্রিসবেন হিটের ক্যাপ্টেন ক্রিস লিগ প্রথমবার এই নতুন পদ্ধতিতে টস করবেন। আর কল করবেন অ্যাডিলেড স্ট্রাইকার্সের ক্যাপ্টেন। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link