Corona Comeback: 'আর কিছু হবে না' বলে এড়াবেন না, প্লিজ! কোভিড ফের সর্বগ্রাসী, সরকারের নির্দেশ...

Covid is back: ফের ফিরেছে করোনা। ৩ মে পর্যন্ত সেখানে মোট ১৪,২০০টি নতুন সংক্রমণের ঘটনা সামনে এসেছে। ইতোমধ্যেই হংকংয়ে মৃত্যু হয়েছে ৩১ জনের। ভারতের বাড়ছে আশঙ্কা। 

| May 17, 2025, 03:42 PM IST
1/8

ফিরছে করোনা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দক্ষিণপূর্ব ভাইরাসের সংক্রমণ বেড়ে গেছে। জানানো হয়েছে যে, সিঙ্গাপুরে গত বছরের তুলনায় করোনা সংক্রমণের হার ২৮ শতাংশ বেড়েছে। আর ৩ মে পর্যন্ত সেখানে মোট ১৪,২০০টি নতুন সংক্রমণের ঘটনা সামনে এসেছে।   

2/8

ফিরছে করোনা!

চিন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, হংকংয়ে ছড়িয়ে পড়েছে করোনা। ইতোমধ্যেই হংকংয়ে মৃত্যু হয়েছে ৩১ জনের। ইতোমধ্যেই সিঙ্গাপুর সরকার জারি করেছে সতর্কতা।   

3/8

ফিরছে করোনা!

‘ব্লুমবার্গ’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়াতে করোনার এই নতুন ছড়িয়ে পড়া ভাইরাসের এক নতুন ঢেউয়ের কারণে হতে পারে। চীনে এর সংক্রমণ গত গ্রীষ্মকাল থেকে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আর থাইল্যান্ডে এপ্রিল মাসে হওয়া সঙক্রান উৎসবের পর থেকেই করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে।  

4/8

ফিরছে করোনা!

জানা গেছে, সিঙ্গাপুরে বর্তমানে LF.7 এবং NB.1.8 নামের দুটি ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। এই দুটি ভ্যারিয়েন্ট JN.1 স্ট্রেইনের সঙ্গে সম্পর্কিত। স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, এই দুটি ভ্যারিয়েন্ট মিলেই মোট সংক্রমণের দুই-তৃতীয়াংশেরও বেশি দায়ী।  

5/8

ফিরছে করোনা!

জানানো হয়েছে, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা (ইমিউনিটি) দুর্বল, তাদের জন্য করোনাভাইরাসের ঝুঁকি সবচেয়ে বেশি। এই ধরনের মানুষ সহজেই সংক্রমিত হচ্ছেন। এছাড়াও, যাদের আগেই স্বাস্থ্যসংক্রান্ত সমস্যা রয়েছে, তাদের মধ্যেও সংক্রমণের ঝুঁকি বেশি। ডাক্তারদের মতে, এই ঋতুতে দুর্বল ইমিউন সিস্টেমের কারণে এমনটা হতে পারে। এ কারণে সিঙ্গাপুরে মানুষকে বুস্টার ডোজ নেওয়ার জন্য বলা হচ্ছে।  

6/8

ফিরছে করোনা!

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশের জনগণের ইমিউনিটি ধীরে ধীরে কমে যাচ্ছে, তবে এখনো এমন কোনো ইঙ্গিত নেই যে বর্তমান ভ্যারিয়েন্টগুলো আগের মহামারির ভ্যারিয়েন্টগুলোর তুলনায় বেশি ছড়াচ্ছে বা বেশি গুরুতর অসুস্থতা তৈরি করছে।   

7/8

ফিরছে করোনা!

ডাক্তাররা করোনার এই নতুন ঢেউকে সাধারণ ফ্লু-এর মতোই মনে করছেন। ‘CNA’-র এক প্রতিবেদনের মতে, বেশিরভাগ মানুষ খুব তাড়াতাড়ি এবং সহজেই সেরে উঠছেন।  

8/8

ফিরছে করোনা!

জানানো হয়েছে, বর্তমানে ভারতে করোনাভাইরাস নিয়ে তেমন কোনো বড়ো ঝুঁকি নেই। ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’-এর অফিসিয়াল ড্যাশবোর্ড অনুযায়ী, এখন পর্যন্ত দেশে মাত্র ৯৩টি করোনা সংক্রমণের ঘটনা নথিভুক্ত হয়েছে। বর্তমানে ভারতে করোনার নতুন কোনো ঢেউয়ের ইঙ্গিত দেখা যাচ্ছে না।