ভবিষ্যতে দুনিয়ার এইসব দেশে হয়তো নগদে লেনদেন করাই যাবে না
ভারতে ক্যাশলেস লেনদেনের ওপরে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। বিষয়টি এখনও দেশের অধিকাংশ মানুষের ধাতস্থ হয়নি। তবে বিশ্বের বহু দেশে নগদে আদানপ্রদানের প্রবণতা ক্রমশই তলানিতে ঠেকছে।
এক দশক ধরে জাপানে চলছে মোবাইলে লেনদেন। এখন সেখানে লেনদেনের অনেকটাই হচ্ছে ক্যাশলেস পদ্ধতিতে। দেশে ক্যাশলেস লেনদেন এতটাই জনপ্রিয় যে সেখানে ভবিষ্যতে ইয়েন ছাপানো কম করা হতে পারে।
জার্মানিতে ক্যাশলেস লেনদেন যথেষ্টই জনপ্রিয়। সেখানে দেশে মোট লেনদেনের এক তৃতীয়াংশই হয় কার্ডের মাধ্যমে। এর একটা কারণ অনলাইনে জিনিস কেনার প্রবণতার জন্য। একসময় সেখানে ইউরোর জন্য লড়াই শেষ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
অস্ট্রেলিয়ায় একসময় কাগজের নোটের প্রয়োজন ফুরিয়ে যাবে? এমনটাই আশঙ্কা কোনও কোনও মহলের। দেশের প্রত্যেকটি মানুষের কাছে গড়ে প্রায় দুটো ডেবিট কার্ড রয়েছে। আর তা দিয়েই তারা কেনাকাটা করেন। দেশের বাসেঘাটে ব্যবহার করা হয় ওপাল, মাইকির মতো স্মার্ট কার্ড।
চিনে যেভাবে ক্যাশলেস আদানপ্রদানের প্রবণতা বাড়ছে তাতে ভবিষ্যতে ইয়ুয়ান ছাপা বন্ধ হয়ে যেতেও পারে। গত ৫ বছরে চিনে ক্যাশলেস লেনদেনের পরিমাণ বেড়েছে ৫৬ শতাংশ।
সুইডেনে বর্তমানে ৫৯ শতাংশ লেনদেন এখন হয় ক্যাশলেস পদ্ধতিতে।দেশের ৪৭ শতাংশ মানুষ এখন মোবাইল ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করতে জানেন। দেশের বহু দেকানে লেখা থাকে, এখানে নগদ গ্রহণ করা হয় না।