করনি সেনার গুজরাটের মহিলা শাখার প্রধান হলেন ক্রিকেটার রবীন্দ্র জাডেজার স্ত্রী

Sun, 21 Oct 2018-5:32 pm,

পদ্মাবতের মুক্তির বিরোধিতা করে দেশে আগুন লাগিয়েছিল করনি সেনা। ওই উগ্র সংগঠনটির গুজরাটের মহিলা শাখার প্রধান হলেন ক্রিকেটার রবীন্দ্র জাডেজার স্ত্রী।    

রবীন্দ্র জাডেজার স্ত্রী রিভাবা জাডেজাকে গুজরাটে করনি সেনার মহিলার শাখার প্রধান পদে নিযুক্ত করেন করনি সেনার জাতীয় সভাপতি মহিপালসিন মকরানা। 

রাজকোটে সাংবাদিক বৈঠকে দলীয় নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে জাড্ডুর পত্নী রিভাবা বলেন, ''মহিলাদের নিরাপত্তা নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। এই ধরনের অভিজ্ঞতার মুখে আমিও পড়েছিলাম''। চলতি বছর মে মাসে গাড়ি চালাতে গিয়ে এক পুলিস কর্মীর বাইকে ধাক্কা মেরেছিলেন জাডেজার পত্নী। তখন ওই পুলিস কর্মী তাঁকে চড় মেরেছিলেন বলে অভিযোগ। 

শুধু মহিলাদের ক্ষমতায়নই নয়, করনি সেনাকে তৃণমূলস্তর পর্যন্ত পৌঁছে দিতে চান রিভাবা। তাঁর কথায়, ''শুধুমাত্র নিজেদের সম্প্রদায়ের মধ্যেই নয়, করনি সেনাকে সমস্ত নির্যাতিতাদের কাছে পৌঁছে দিতে চাই''। 

করনি সেনার মহিলা শাখার প্রধানের পদস্বীকারের ব্যাপারে কি জানেন জাডেজা? রিভাবার বক্তব্য, ''শুধু নিজেদের সম্প্রদায়ের জন্যই নয়, আমি ওকে বলেছিলাম, সকলের জন্য কিছু করতে চাই। ওঁর জবাব ছিল, নিজের উপরে বিশ্বাস থাকলে এগিয়ে যাও। ওঁর পূর্ণ সমর্থন রয়েছে''।    

বলে রাখি, রিভাবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। ২০১৬ সালে জাডেজাক সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন তিনি। দম্পতির একটি শিশুকন্যাও রয়েছে। 

মূলত গুজরাট ও রাজস্থানে প্রভাব রয়েছে করনি সেনার।  ক্ষত্রিয়-রাজপুতদের সংগঠন এটি। বিভিন্ন সময়ে এই সংগঠনের বিরুদ্ধে বিশৃঙ্খলার সৃষ্টির অভিযোগ উঠেছে।

উল্লেখ্য, করনি সেনার বিক্ষোভের জেরে পদ্মাবতী সিনেমার নাম পদ্মাবত করতে একপ্রকার বাধ্য হন পরিচালক সঞ্জয়লীলা বনশালি। তারপরেও পদ্মাবতের মুক্তির দিন দেশের একাংশের চরম বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি করেছিল করনি সেনা। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link