Cristiano Ronaldo: 'আমরা একসঙ্গে বেঁচেছি'! 'জীবনের সঙ্গী'কে বিদায়ী বার্তা, শোকে পাথর রোনাল্ডো...
Cristiano Ronaldo Pays Emotional Tribute To Marcelo: মার্সেলো আর ফুটবল খেলবেন না, মানতে পারছেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
1/5
মার্সেলো ভিয়েরা অবসর ঘোষণা করলেন

মার্সেলো ভিয়েরা দা সিলভা জুনিয়র, মার্সেলো নামেই পরিচিত ব্রাজিলের স্টার ফুটবলার। তাঁকে সর্বকালের অন্যতম সেরা লেফট-ব্যাক হিসেবে যাঁকে দেখা হয়, আক্রমণাত্মক দক্ষতার জন্যই তাঁকে চেনে ফুটবলবিশ্ব। তবে মার্সেলো আজ বর্তমান থেকে হলেন প্রাক্তন। ৩৬ বছরের ৫ ফুট ৯ ইঞ্চির ঝাঁকড়া চুলের ফুটবলার পেশাদার ফুটবলকে আলবিদা বলেছেন!
2/5
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও মার্সেলো

২০০৫ সালে ব্রাজিলের ফ্লুমিনেন্সে মার্সেলোর সিনিয়র ফুটবল কেরিয়ারের পথচলা শুরু, দু'বছর সেখানে কাটিয়ে মার্সেলো চলে এসেছিলেন রিয়াল মাদ্রিদে। এই ক্লাবের কিংবদন্তি তিনি। ২০০৭ থেকে ২০২২ পর্যন্ত মার্সেলো রিয়ালে কাটিয়েছেন ১৬ মরসুম। ১২২ বছরের ক্লাবে মার্সেলো ৩৩২ ম্যাচ খেলেছেন রোনাল্ডোর সঙ্গে। দু'জনে একসঙ্গে ক্লাবে ৯ মরসুম কাটিয়ে জিতেছেন চারটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি করে ক্লাব বিশ্বকাপ ও ইউরোপিয়ান সুপার কাপ, দু'টি করে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ। মার্সেলো রিয়ালে যোগ দেওয়ার ছ'বছর আগে রোনাল্ডো গায়ে চাপিয়ে ছিলেন সাদা জার্সি। মাঠে ও মাঠের বাইরে তাঁদের পার্টনারশিপ ফুটবল ইতিহাসে লেখা থাকবে। বন্ধুতা বদলে গিয়েছিল ভাতৃত্বে!
photos
TRENDING NOW
3/5
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আবেগি হয়ে পড়লেন মার্সেলোকে নিয়ে

রোনাল্ডো সমাজমাধ্যমে মার্সেলোকে নিয়ে বিদায়ী বার্তায় লিখলেন, 'মার্সেলো ভাই, কী অসাধারণ কেরিয়ার তোমরা! আমরা একসঙ্গে বেঁচেছি। বছরের পর বছর ধরে সাফল্য, জয় এবং অবিস্মরণীয় মুহূর্ত রয়েছে আমাদের। তুমি আমার একজন সতীর্থের চেয়েও বেশি, আমার জীবনের সঙ্গী। সবকিছুর জন্য ধন্যবাদ বন্ধু। তোমার জীবনের নতুন পর্যায়ে আমার শুভকামনা রইল।'রোনাল্ডোর ও মার্সেলো পারিবারিক সম্পর্কও চমত্কার।
4/5
রিয়াল মাদ্রিদের কিংবদন্তি মার্সেলো

5/5
ব্রাজিলে মার্সেলো

রিয়াল ছেড়ে গ্রিক ক্লাব অলিম্পিয়াকোস ঘুরে ফের ব্রাজিলের ফ্লুমিনেন্সে ফিরেছিলেন মার্সেলো। গত নভেম্বরে কোচের সঙ্গে বিবাদের কারণে তাঁর চুক্তি বাতিল হয়ে যাওয়ায় আর মাঠে নামেননি মার্সেলো। এরপর ভিডিও বার্তায় ফুটবলকে আনুষ্ঠানিকভাবে বিদায় বললেন তিনি। ব্রাজিলের হয়ে ৫৮ ম্যাচে ৬ গোল করেছেন মার্সেলো। ২০০৬ থেকে ২০১৮ পর্যন্ত খেলে ২০১৩ সালে জিতেছেন ফিফা কনফেডারেশনস কাপ।
photos