করোনা ঊর্ধ্বমুখী, দেশ কি আংশিক লকডাউনের পথে? একাধিক শহরে কার্ফু
নিজস্ব প্রতিবেদন: দেশ কি ফের লকডাউনের পথে? লকডাউন না হলে আংশিক লকডাউনের পথে দেশের একাধিক শহর। বন্ধ হতে পারে ট্রেনের অবাধ চলাচল ও বিমান পরিষেবা।
দীর্ঘ লকডাউনের পর জীবন-জীবিকা বাঁচাতে ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে জনজীবন। চলছে লোকাল ট্রেনও। বহু রাজ্যেই এখনও খোলেনি স্কুল-কলেজ। তবে দেশে করোনা আক্রান্ত পার করেছে ৯০ লক্ষ। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৮৪ জনের। সবমিলিয়ে মৃতের সংখ্যা ১,৩২,১৬২।
দেশের একাধিক শহরে করোনা আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। দিল্লিতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। মাস্ক না পরলে ২ হাজার টাকা জরিমানা দিতে হবে।
গুজরাটের আহমেদাবাদ ও মধ্যপ্রদেশের ভোপালে পরিস্থিতি সংকটজনক। আহমেদাবাদে লাগু রয়েছে অনির্দিষ্টকালীন রাত্রিকালীন কার্ফু। শনি ও রবিবার কার্ফু জারি করেছেন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। রাজস্থানের সমস্ত জেলায় শনিবার থেকে জারি হচ্ছে ১৪৪ ধারা। ভোপালেও কার্ফুর জারির কথা ভাবছে প্রশাসন।
দিল্লির সঙ্গে বিমান ও রেল যোগাযোগ বন্ধ করার কথা ভাবছে মহারাষ্ট্র সরকার। এর পাশাপাশি পন্ধরপুরে জারি হতে পারে কার্ফু। মুম্বইয়ে সমস্ত স্কুল ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকার ঘোষণা করা হয়েছে।