ক্রমশ দুর্বল হচ্ছে তিতলি, ৩ রাজ্যে মৃত ১২
ক্রমশ দুর্বল হচ্ছে তিতলি। শুক্রবারই তা পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। এর প্রভাবে শনিবার রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টি শুরু হয়েছে।
এখনও পর্যন্ত তিতলির প্রভাবে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২। এর মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে অন্ধ্রে, ২ জন ওড়িশায় এবং একজন মারা গিয়েছেন পশ্চিমবঙ্গে।
প্রবল ঝড়ে বিপর্যস্থ ওড়িশায় ১,২৭,২৬২ জন আশ্রয় নিয়েছেন ৯৬৩টি আশ্রয় শিবিরে। ওড়িশার গঞ্জাম, রায়গাড়া ও গজপতি জেলার বন্যা পরিস্থিতি ভয়াবহ। সবচেয়ে খারাপ অবস্থা গঞ্জামের।
গঞ্জামে উদ্ধারকাজ ও ত্রাণ পাঠানোর জন্য নৌসেনার ২টি কপ্টার কাজ করছে। জেলের বিরাট অংশ রাজ্যের অন্যান জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জেলার ২২টি ব্লকের মধ্যে ১৩টি মারাক্মক ক্ষতিগ্রস্থ।
তিতলির দাপটে ওড়িশা থেকে শুক্রবার ১৬টি ট্রেন বাতিল করা হয়। প্রবল বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন অংশে লাইন জলের তালায় চলে যাওয়ায় বহু ট্রেনকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়। আবহাওয়া দফতরের পূর্বাভাস আরও বৃষ্টি হতে পারে ওড়িশায়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।