অবহেলা করবেন না, এগুলি অগ্ন্যাশয় ক্যান্সারের লক্ষণ হতে পারে
দেহে ইনসুলিন ক্ষরণের প্রধান কেন্দ্র অগ্ন্যাশয়। দেহে সুগারের মাত্রা ঠিক রাখতে বড় ভূমিকা রয়েছে ইনসুলিনের। আর ওই গ্রন্থিতেই বাসা বাধতে পারে মারণ ক্যান্সার। জেনে এর কিছু পূর্ব লক্ষণ।
লিভার থেকে যে পিত্তরস ক্ষরণ হয় তাতে বাধা হলে জন্ডিস হয়। এই জন্ডিসই মারাত্মক আকার ধারন করতে পারে।
অগ্ন্যাশয়ের কোনও মারণ টিউমার বাড়তে শুরু করলে পাকস্থলী ও পিঠে যন্ত্রণা হতে পারে। তখনই সাবধান হওয়া উচিত।
ঝিমুনি, দুর্বল বোধ করা, মাংস পেশীতে টান ধরা, ডায়রিয়া হলেও সাবধান হওয়া প্রয়োজন। কমতে পারে ওজনও।
গলব্লাডার বা লিভার বাড়লেও সর্তক হতে হবে।