দুই দশক পর পাতালে প্রবেশ, ইস্ট-ওয়েস্টের মেট্রোর পরীক্ষামূলক দৌড়
Jun 01, 2019, 19:57 PM IST
1/5
নিজস্ব প্রতিবেদন: শুরু হয়ে গেল ইস্ট-ওয়েস্ট মেট্রোর দ্বিতীয় পর্যায়ে সুড়ঙ্গের ভিতর পরীক্ষামূলক ট্রেন চলাচল। সুড়ঙ্গে নামল ট্রেন। সুভাষ সরোবর থেকে ট্রেন ছাড়ল। ফুলবাগান হয়ে শিয়ালদহ স্টেশনের ছশো মিটার আগে পর্যন্ত পরীক্ষামূলকভাবে চালানো হল মেট্রো।
2/5
দুই দশক পর ফের পাতালপথে মেট্রোর পরীক্ষামূলক দৌড় শুরু হল। সুভাষ সরোবের থেকে শিয়ালদহ স্টেশনের ৬০০ মিটার আগে পর্যন্ত পরীক্ষামূলকভাবে চালানো হল ট্রেন। রেলপথের দূরত্ব প্রায় ২ কিলোমিটার।
photos
TRENDING NOW
3/5
সুভাষ সরোবর থেকে হাওড়া পর্যন্ত সুড়ঙ্গপথের দৈর্ঘ্য প্রায় ১০.৮ কিলোমিটার। তারই একটা অংশ অর্থাত্ ২ কিলোমিটার সুড়ঙ্গে পরীক্ষামূলকভাবে মেট্রো চালানো হল।
4/5
মেট্রো সূত্রে খবর, আগামী জুলাইতেই উইপ্রো থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত চালু হয়ে যাবে মেট্রো চলাচল। এই রেলপথের পুরোটাই অবশ্য মাটির ওপর দিয়ে।
5/5
সুভাষ সরোবর থেকে পাতালে ঢুকে যাবে মেট্রো। যা অনেকটাই সুবিধা করে দেবে সেক্টর ফাইভে কর্মরতদের।