বিতর্কিত পোস্ট মুছে দিতে সোশ্যাল মিডিয়াকে কড়া নির্দেশ কমিশনের

Mar 22, 2019, 17:23 PM IST
1/5

সপ্তদশ লোকসভা নির্বাচনে কমিশনের কড়া নজর সোশ্যাল মিডিয়াতে।

2/5

নির্বাচন সংক্রান্ত কোনও বিতর্কিত পোস্ট নিয়ে কমিশনের অভিযোগ পেলে, সেই পোস্ট তড়িঘড়ি মুছে দেবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া।

3/5

ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগের সময়কে বলা 'সাইলেন্স পিরিয়ড'। এই সময়কালে মডেল কোড অফ কনডাক্ট বা আদর্শ নির্বাচনী বিধির মধ্যে পড়ছে এমন বিতর্কিত বিষয় মুছে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে।

4/5

অভিযোগ পাওয়ার ৩ ঘণ্টার মধ্যে মুছে ফেলা হবে সেই বিতর্কিত  পোস্ট। কমিশনের নির্দেশের পরিপ্রেক্ষিতে প্রতিশ্রুতি দিয়েছে ফেসবুক, টুইটার।

5/5

রিপ্রেসেন্টেশন অফ পিপল অ্যাক্ট, ১৯৫১-র ১২৬ ধারা লঙ্ঘনকারী সোশ্যাল মিডিয়া পোস্টগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।