মোদীকে তাঁর পছন্দের প্রশ্ন না করায় মহিলা সাংবাদিককে ঘৃণ্য আক্রমণ রাহুলের

Thu, 03 Jan 2019-11:56 pm,

তাঁর মনের মত প্রশ্ন নরেন্দ্র মোদীকে করা হয়নি, আর সেজন্য সাংবাদিকের পেশাগত নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন রাহুল গান্ধী। সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে সরব হওয়া রাহুল গান্ধীর নিশানাতেই সাংবাদিক।

দিন কয়েক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাত্কার নেন এএনআই-এর সম্পাদক স্মিতা প্রকাশ। সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে রাজনীতিকরণ থেকে রাম মন্দির-সহ একাধিক ইস্যুতে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন স্মিতা। কিন্তু তা মনে ধরেনি রাহুল গান্ধী। 

বুধবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, আপনাদের সামনে বসতে ভয় পাচ্ছেন প্রধানমন্ত্রী। গতকাল প্রধানমন্ত্রীর সাক্ষাত্কারটি দেখেছেন। 'মেরুদণ্ডহীন' সাংবাদিক প্রধানমন্ত্রীকে প্রশ্ন করে নিজেই উত্তর দিচ্ছিলেন। গোটা সাক্ষাত্কারটি  মঞ্চস্থ করা হয়েছে বলে অভিযোগ করেন রাহুল।  

প্রশ্ন উঠছে সংবাদমাধ্যমের স্বাধীনতার কথা বলা রাহুল গান্ধীর মনের মত হয়নি বলেই সাংবাদিকের পেশাগত নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দেওয়া হল। শুধুমাত্র নিজের পছন্দের সাংবাদিকদের পছন্দ করেন তিনি? 

এএনআই-এর সম্পাদক স্মিকা প্রকাশ লিখেছেন, সাংবাদিক বৈঠকে নিম্নরুচির শব্দ ব্যবহার করে আমাকে আক্রমণ করেছেন। আমি প্রশ্ন করেছি, উত্তর দিই নি। মোদীকে আক্রমণ করতে গিয়ে আমাকে তাচ্ছিল্য করবেন না। দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দলের সভাপতির কাছ থেকে এটা প্রত্যাশিত নয়। 

অরুণ জেটলি টুইটারে লিখেছেন, জরুরি অবস্থার একনায়কের নাতির আসল মুখ বেরিয়ে এল। একজন স্বাধীন সম্পাদককে নিশানা করছেন তিনি। কেন স্বাধীনচেতারা নীরব? এডিটরস গিল্ডের প্রতিক্রিয়ার অপেক্ষা করছি। 

রাহুলের এহেন ব্যবহারে কড়া প্রতিক্রিয়া দিয়েছে দিল্লির এডিটরস গিল্ড। তারা জানিয়েছে,  সাংবাদিকের গায়ে তকমা সেঁটে দেওয়া একটা কৌশল হয়ে দাঁড়িয়েছে। বিজেপি ও আপ নেতারা সাংবাদিকদের বিরুদ্ধে বাজারু, প্রেস্টিটিউট, দালালের মতো শব্দ ব্যবহার করছেন। এমনটা চলতে থাকলে কড়া ব্যবস্থা নেবে গিল্ড।  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link