Mysterious Mummy: যোনিতে এক সন্তানের মাথা! আরেক সন্তান বুকে! কিশোরীর ভয়ংকর মমি পরীক্ষায় চমকে উঠলেন গবেষকরা...

Egypt pregnant teen girl mummy mystery: ওই অবস্থাতেই মমি করা কিশোরীর দেহ! তাজ্জব গবেষকরা! এও কী সম্ভব...

| Mar 20, 2025, 12:42 PM IST
1/6

মিশরের মমি রহস্য!

Egypt Mummy Mystery

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মিশর মানেই মমি রহস্য! এবার এক কিশোরীর মমি পরীক্ষায় চমকে উঠলেন গবেষকরা। ভয়ংকর সেই মমি! ১৯০৮ সালে মিশরের খারগা মরূদ্যানের এল বাগাওয়াত কবরস্থানে গর্ভবর্তী ওই তরুণীর মমিটি খুঁজে পাওয়া যায়।     

2/6

মিশরের মমি রহস্য!

Egypt Mummy Mystery

মৃত্যুর পর মৃতদেহকে মমি করে রাখার রেওয়াজ ছিল প্রাচীন মিশরে। মিশরের প্রতিটি পিরামিডে রয়েছে এরকম মমি। আর তা নিয়ে বিজ্ঞানীদের গবেষণার অন্ত নেই। আর সেরকমই একটি মমিকে পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে চমকে উঠেছেন বিজ্ঞানীরা।   

3/6

মিশরের মমি রহস্য!

Egypt Mummy Mystery

এক কিশোরীর মমি! সেই কিশোরীর মমি পরীক্ষা করতে গিয়ে গবেষকরা দেখেন, কিশোরীর যোনিতে আটকে সন্তানের মাথা। অর্থাৎ প্রসবের সময় মৃত্যু হয়েছিল ওই কিশোরীর!  

4/6

মিশরের মমি রহস্য!

Egypt Mummy Mystery

প্রসবের সময় প্রথম সন্তানের মাথা আটকে যায় যোনিতে, ফলে মৃত্যু ঘটে ওই শিশুর। সঙ্গে মায়েরও। সেই অবস্থাতেই মমি করে রাখা হয় ওই কিশোরীর দেহ।   

5/6

মিশরের মমি রহস্য!

Egypt Mummy Mystery

এদিকে যমজ সন্তান ছিল ওই কিশোরীর। যমজ সন্তানের জন্ম দিতে গিয়েই মারা যায় ওই কিশোরী। দ্বিতীয় সন্তানেরও মৃত্যু হয় পেটের মধ্যেই। সম্ভবত গর্ভস্থ সেই সন্তান বুকের দিকে উঠে এসেছিল।  

6/6

মিশরের মমি রহস্য!

Egypt Mummy Mystery

ফলে গর্ভস্থ সন্তানকে দ্বিতীয় সন্তানকে পাওয়া যায় তখন বুকের মধ্যে। দেহ ওই অবস্থাতেই মমি করা। মৃত্যুকালে ওই কিশোরীর বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে ছিল বলে মনে করছেন গবেষকরা।