Pakistani Spy: পাকিস্তানের স্পাই জ্যোতি, সঙ্গী আরও ১০! ভারতে গুপ্তচর ধরা পড়লে শাস্তিটা কী? জানুন...
Pakistani Spy: ধৃতদের মধ্যে রয়েছে জনপ্রিয় ট্রাভেল ব্লগার জ্যোতি মালহোত্রা। পাকিস্তানের হয়ে চরবৃত্তি করার অভিযোগ রয়েছে জ্যোতির বিরুদ্ধে
|
May 20, 2025, 06:48 PM IST
1/8
পহেলগাঁও হামলা

2/8
অপারেশন সিঁদুর

photos
TRENDING NOW
3/8
জ্যোতি মালহোত্রা

4/8
জ্য়োতি

5/8
পঞ্জাব-উত্তর প্রদেশ

6/8
অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট

7/8
উত্তরপ্রদেশ নিবাসী

8/8
গ্রেফতার কারা

গাজালা নামে এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ ভারতীয় সেনার গুরুত্বপূর্ণ তথ্য় সে পাকিস্তানে হাতে তুলে দিয়েছে। দিল্লিতে পাক দূতাবাসের কর্মী দানিশের কাছ থেকে সে ৩০ হাজার টাকা নিয়েছে। ফালাকশের মাসি ও সুরজ মাসি নামে পঞ্জাব থেকে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের সঙ্গে পাক গুপত্চর সংস্থা আইএসআইয়ের য়োগাযোগ ছিল। সুখপ্রীত সিং ও করণবীর সিংকে গ্রেফতার করা হয় গুরুদাসপুর থেকে। হরিয়ানার পানিপথ থেকে গ্রেফতার করা হয় নোমান ইলাহি নামে একজনকে। হরিয়ানার কৈথল থেকে গ্রেফতার করা হয় দেবন্দর সিংকে। ইয়ামিন মহম্মদকে গ্রেফতার করা হয় পঞ্জাব থেকে। হরিয়ানার নুহ থেকে গ্রেফতার করা হয় আরমানকে। নুহ থেকেই গ্রেফতার করা হয় মহম্মদ তারিফকে।
photos