২০২৩ বিশ্বকাপের ঢাকে কাঠি! জুলাই-তে শুরু বিশ্বকাপ সুপার লিগ
করোনা পরবর্তী ক্রিকেটে জোয়ার আনতে নতুন লিগ শুরু করল আইসিসি। সোমবারই এক বিবৃতি দিয়ে আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগের সূচনা করল।
৩০ জুলাই থেকেই সুপার লিগ শুরু হতে চলেছে ইংল্যান্ডের সাউদাম্পটনে। প্রথম ম্যাচ ইংল্যান্ডের মুখোমুখি হবে আয়ারল্যান্ড। ইংল্যান্ড-আয়ারল্যান্ড ওডিআই সিরিজ দিয়েই শুরু হতে চলেছে বিশ্বকাপ সুপার লিগ।
বিশ্বকাপ সুপার লিগ হল ২০২৩ বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জনের লড়াই। আইসিসির সদস্য বারোটি দলের পাশাপাশি নেদারল্যান্ডসও ওয়ার্ল্ড কাপ সুপার লিগে অংশ নিচ্ছে। মোট ১৩টি দল থেকে সেরা ৭টি দল সরাসরি ভারতে অনুষ্ঠিত হতে চলা ২০২৩ সালের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে। বাকি দলগুলি বিশ্বকাপের বাছাইপর্ব থেকে নেওয়া হবে।
বিশ্বকাপের সুপার লিগে অংশগ্রহণকারী ১৩টি দলের প্রত্যেকটি দল মোট আটটি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে। যার মধ্যে চারটি হোম এবং চারটি অ্যাওয়ে সিরিজ। এরপর পয়েন্ট অনুযায়ী প্রথম সাতটি দল ২০২৩ সালের বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন করবে।
৩০ জুলাই থেকেই ২০২৩ বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে যাবে। বিশ্বকাপ সুপার লিগের প্রথম সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড। প্রসঙ্গত করোনা পরবর্তী সময়ে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের মধ্যেই প্রথম আন্তর্জাতিক ওয়ান ডে ম্যাচ হতে চলেছে।