Extra Marital Affairs: স্ত্রীর পরকীয়া! ১২ স্বামী 'খুন'! হাড়হিম করা বাস্তব ঘটনা...

Wife killed Husband: মনস্তত্ত্ববিদরা বলছেন, এক গভীর সামাজিক অসুখের আকার ধারণ করেছে এই ঘটনা। এর জন্য দরকার ছোট থেকেই মূল্যবোধ গড়ে তোলা ও সঠিক কাউন্সেলিং।

| Apr 15, 2025, 13:26 PM IST
1/5

১২ স্বামী 'খুন'!

Wife killed Husband

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্ত্রীর পরকীয়া! আর সেই পরকীয়ার জেরে একের পর এক স্বামী খুন।   

2/5

১২ স্বামী 'খুন'!

Wife killed Husband

১২ স্বামী খুন! উত্তরপ্রদেশ সহ ভারতের আরও বেশ কিছু রাজ্যে এটাই সাম্প্রতিক হাড়হিম করা বাস্তব ঘটনা।   

3/5

১২ স্বামী 'খুন'!

Wife killed Husband

গত ৩৪ দিনে শুধু উত্তরপ্রদেশেই ১২ জন স্বামী খুন হয়েছেন তাঁদের স্ত্রীদের হাতে। যার নেপথ্যে পরকীয়া, সম্পর্কের টানাপোড়েন।   

4/5

১২ স্বামী 'খুন'!

Wife killed Husband

এরমধ্যে সবচেয়ে আলোচিত মেরঠ হত্য়াকাণ্ড। স্ত্রী মুসকান রাস্তোগি ও তার প্রেমিক সাহিল শুক্লার হাতে মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতের নৃশংস খুনের ঘটনা।   

5/5

১২ স্বামী 'খুন'!

Wife killed Husband

অন্যদিকে আউরিয়াতে বিয়ের ১৫ দিনের মাথায় প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন করেছে স্ত্রী। জয়পুরে ১২ বছরের ছোট প্রেমিককে নিয়ে স্বামীকে খুন করেছে সেই স্ত্রী-ই।