SIM Card News: একাধিক SIM নিয়ে ব্যবহার না-করে ফেলে রেখেছেন? ১৭ দিন ডেডলাইন! তারপরই বড় অ্যাকশন...

SIM Card News: নিয়ম রয়েছে ১০টির বেশি সিম রাখা যাবে না। এর বেশি যারা সিম কার্ড নিয়ে বসে রয়েছেন তাদের জন্য কড়া নির্দেশিকা জারি  

| Oct 13, 2025, 08:27 PM IST
1/6

গুচ্ছ গুচ্ছ সিম আর নয়

গুচ্ছ গুচ্ছ সিম আর নয়

গুচ্ছ গুচ্ছ সিম নিয়ে রাখার দিন শেষ। সিম কার্ড রাখতে হবে সরকারি নিয়ম মেনেই।

2/6

১০টির বেশি সিম নয়

১০টির বেশি সিম নয়

নিয়ম রয়েছে ১০টির বেশি সিম রাখা যাবে না। এর বেশি যারা সিম কার্ড নিয়ে বসে রয়েছেন তাদের জন্য কড়া নির্দেশিকা জারি করল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

3/6

ডি-রেজিস্টার

ডি-রেজিস্টার

বিটিআরসি-র নির্দেশ, ৩০ অক্টোবরের মধ্যে অতিরিক্ত সিম কার্ড সংশ্লিষ্ট সার্ভিস প্রোভাইডারের সঙ্গে যোগাযোগ করে ডি-রেজিস্টার করতে হবে। 

4/6

বিটিআরসি-র নির্দেশিকা

বিটিআরসি-র নির্দেশিকা

সোমবার বিটিআরসি-এর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, পছন্দমতো ১০টি সিমকার্ড রেখে অতিরিক্ত সিমকার্ডগুলি ৩০ অক্টোবর ২০২৫ এর মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে ডি-রেজিস্টার করুন।

5/6

কীভাবে জানবেন কতগুলো সিম আছে

কীভাবে জানবেন কতগুলো সিম আছে

নিজের ন্যাশনাল আইডির বিপরীতে কতগুলো সিম রয়েছে জানার জন্য ব্যবহারকারীরা ১৬০০১#, এনআইডির শেষ ৪ ডিজিট পাঠিয়ে তথ্য জানতে পারবেন।

6/6

সিম ডি-রেজিস্টার না করলে?

সিম ডি-রেজিস্টার না করলে?

গ্রাহক যদি অতিরিক্ত সিম ডি-রেজিস্টার না করেন তাহলে কী হবে?  বিটিআরসি সাফ জানিয়ে দিয়েছে গ্রাহক যদি অতিরিক্ত সিম ডি-রেজিস্টার না করেন তাহলে কমিশন অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করে দেবে।