রাজস্থানে কৃষি ঋণ মকুবে উঠল দুর্নীতির অভিযোগ
উত্তর ভারতের তিনটি রাজ্যেই ভোটের আগে ঋণ মকুবের প্রতিশ্রুতি দিয়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সেই মতো পালা পরিবর্তনের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে কৃষি ঋণ মকুবের অনুমোদন দেন মুখ্যমন্ত্রী অশোক গেহলত। সেই কৃষি ঋণ মকুব নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ উঠল রাজস্থানে।
টাইমস নাও-এর প্রতিবেদন অনুযায়ী, কৃষি ঋণ মকুবেই উঠেছে দুর্নীতির অভিযোগ। রাজস্থানের আদিবাসী জেলা দুঙ্গাপুরে এমন লোকেদের ঋণ মাফ করা হয়েছে, যাঁরা কোনওকালে ঋণ নেননি।
দুঙ্গারপুর জেলার সাগবারা তহশিলের গোয়াদি গ্রামে ১৭০০-র বেশি মানুষের নাম রয়েছে ঋণ মকুবের তালিকায়। কিন্তু তাঁরা কোনওকালেই ঋণ নেননি।
গোয়াদির সমবায় ব্যাঙ্ক থেকে ১৭৮০ কৃষককে ৮ কোটি টাকার ঋণ দেওয়া হয়েছিল। এরপরই সমবায় ব্যাঙ্কের ম্যানেজার নাহর সিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানান স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, বড়সড় দুর্নীতি হয়েছে। এর তদন্ত চাই।
ঘটনার পর সমবায় ব্যাঙ্কের ম্যানেজারকে সাসপেন্ড করেছে রাজস্থান সরকার। তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।
রাজস্থানের মতো মধ্যপ্রদেশ ও ছত্তীসগঢ়ের ঋণ মকুবের ঘোষণা করেছে নতুন সরকার।