International Women`s Day: প্রশাসনে পুরস্কারে সাহিত্যে সৌন্দর্যে প্রথম ভারতীয় এই নারীদের চেনেন?
ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।
ভারতের প্রথম মহিলা রাজ্যপাল সরোজিনী নাইডু। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালিনী।
ভারতের লোকসভার প্রথম মহিলা স্পিকার মীরা কুমার, ভারতরত্ন জয়ী ভারতের প্রথম মহিলা ইন্দিরা গান্ধী।
ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড রিতা ফারিয়া আর ভারতের প্রথম মিস ইউনিভার্স সুস্মিতা সেন।
জ্ঞানপীঠ পুরষ্কারজয়ী ভারতের প্রথম মহিলা আশাপূর্ণা দেবী।
মাউন্ট এভারেস্ট জয়ী ভারতের প্রথম মহিলা বাচেন্দ্রি পাল। ইংলিশ চ্যানেল জয়ী ভারতের প্রথম মহিলা আরতি সাহা।