Rule Change in 2025: গ্যাস থেকে গাড়ির দাম, পেনশন থেকে এফডি, নতুন বছরে বদলে যাচ্ছে ৬ নিয়ম

Dec 26, 2024, 12:33 PM IST
1/6

গাড়ি

গাড়ি

নতুন বছরে বদলে যাচ্ছে বেশকিছু নিয়ম। গাড়ি কেনা থেকে শুরু করে গ্যাসের দামের বদল হচ্ছে। বদলে যাচ্ছে পেনশন ও এফডির নিয়ম। আগামী বঠর ১ জানুয়ারি থেকে দাম বাড়ছে গাড়ির। দেশ জনপ্রিয় প্রায় সব গাড়ি কোম্পানি ঘোষণা করেছে গাড়িপিছু অন্তত ৩ শতাংশ দাম বাড়বে। কারণ নির্মাণ খরচ বেড়েছে।

2/6

এলপিজির দাম

এলপিজির দাম

গত কয়েক মাস এলপিজির দাম বাড়েনি। কিন্তু বর্তমানে আন্তর্জাতিক বাজারে ব্যারেলপিছু অপরিশোধিত তেলের দাম ৭৩.৫৮ ডলার। ওই দাম যদি বজায় থাকে তাহলে এলপিজির দাম বাড়ার সম্ভাবনা প্রবল।

3/6

পেনশন

পেনশন

আগামী ১ জানুয়ারি থেকে পেনশন তোলার নিয়ম সহজ করছে ইপিএফও। এখন থেকে পেনশন প্রাপক তার পেনশন তুলতে পারবেন দেশের যেকোনও ব্যাঙ্ক থেকে। এর জন্য তাদের অতিরিক্ত কিছু নথি দিতে হবে।

4/6

অ্যামজন প্রাইম মেম্বারশিপ

অ্যামজন প্রাইম মেম্বারশিপ

১ জানুয়ারি থেকে অ্যামজন প্রাইম মেম্বারশিপের একটি অ্যাকাউন্টে ২ টিভিতে স্ট্রিং চালানো যাবে। কেউ যদি তৃতীয় স্ট্রিম চালাতে চায় তাহলে তাকে আলাদাভাবে সদস্য হতে হবে। আগে অ্যামাজন প্রাইমের একটি অ্যাকাউন্টে ৫ প্রাইম স্ট্রিম চালানো যেত।

5/6

ফিক্সড ডিপোজিট

ফিক্সড ডিপোজিট

জানুয়ারি মাসের প্রথম দিন থেকেই চালু হচ্ছে ফিক্সড ডিপোজিটের নতুন নিয়ম। গ্রাহকদের নিরাপত্তার জন্য বেশকিছু নিয়ম চালু করা হচ্ছে।

6/6

UPI পে-র নিয়মে বদল

 UPI পে-র নিয়মে বদল

১ জানুয়ারি থেকে এবার ১০ হাজার টাকা তোলা যাবে। আগে তোলা যেত ৫ হাজার টাকা।