Gold And Silver rates Today: ফের চড়ল সোনার দাম! রুপো পেরোল ১ লক্ষ, গয়না বানাতে কত খরচ পড়বে আপনার?

Gold, silver rate today: সোনার দামে ফের বদল। গয়নার সোনার দাম কিছুটা হলেও বাড়ল। বিশ্ব বাজারে সোনার দামও রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। লাফিয়ে বাড়ল রুপোর দাম।

Mar 18, 2025, 14:27 PM IST
1/6

সোনার দাম

Gold Price

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সপ্তাহের প্রথম দিন দাম কমলেও মঙ্গলবার ফের বাড়ল সোনার দাম। গয়নার ধাতুর দাম ক্রমাগত বৃদ্ধিতে কমছে ক্রেতার সংখ্যাও।  

2/6

সোনার দাম

Gold Price

কলকাতায় ২৪ ক্যারাট সোনার দাম প্রতি দশ গ্রামে ৮৯৫৬০ টাকা। গয়নার সোনার অর্থাত্‍ ২২ ক্যারাটের ১০ গ্রাম সোনার দাম ৮২১০০ টাকা। কলকাতায় ১৮ ক্যারেটের সোনা কিনতে খরচ করতে হবে ৬৭১৮০ টাকা।

3/6

সোনার দাম

Gold Price

দিল্লিতে সোনার দাম ₹ ৮৯৭২৩.০/১০ গ্রাম। মুম্বাইতে সোনার দাম ₹ ৮৯৫৭৭.০/১০ গ্রাম। চেন্নাইতে সোনার দাম ₹ ৮৯৬৭১.০/১০ গ্রাম। এদিকে ১ লক্ষের সীমার উপরেই রয়েছে রুপো। 

4/6

সোনার দাম

Gold Price

সোনার দাম বৃদ্ধির পেছনে মূলত আন্তর্জাতিক বাজারের প্রভাব রয়েছে। বিশ্বব্যাপী সোনার চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে, দেশীয় বাজারেও দাম বাড়ছে। এছাড়া, ভারতীয় টাকার মূল্য পতনও সোনার দাম বৃদ্ধির অন্যতম কারণ। 

5/6

সোনার দাম

Gold Price

তবে যে হারে সোনার দাম বাড়ছে তাতে বেশ চিন্তায় মধ্যবিত্ত ৷ সম্প্রতি ৮০ হাজার টাকার বেশি হয়ে গিয়েছে সোনার দাম ৷ আগামী দিনে আরও দাম বাড়তে পারে বলে অনেকেই মনে করছেন ৷ 

6/6

সোনার দাম

Gold Price

প্রসঙ্গত, ২২ ক্যারাট সোনা দিয়েই তৈরি হয় গয়না। আর ১৮ ক্যারাটের সোনার ব্যবহার হয় মূলত হিরে বা পাথর সেটিংয়ের গয়না তৈরিতে। যত বেশি খাদ, তত কম ক্যারাট। প্রতিদিনই ওঠানামা করে সোনার দর।