Gourab-Devlina: সপরিবারে দার্জিলিং গিয়েছিলেন, পোস্ট করলেন সেই ছবি

Sep 17, 2021, 14:15 PM IST
1/10

পরিবারকে নিয়ে গৌরব-দেবলীনা দার্জিলিং ভ্রমণ

Gourab-Devlina's Darjeeling trip with family

দেবলীনাকে নিয়ে প্রথম মধুচন্দ্রিমায় দার্জিলিং গিয়েছিলেন, ফের একবার গোটা পরিবারকে নিয়ে শৈল শহরে ঘুরে এসেছেন গৌরব। সম্প্রতি সেই ছবি উঠে এসেছে গৌরব-দেবলীনার ইনস্টাগ্রামে। 

2/10

দার্জিলিংয়ের ছবি পোস্ট গৌরব-দেবলীনার

Gourab-Devlina post Darjeeling trip pic

গত অগস্টে দ্বিতীয় মধুচন্দ্রিমা সারতে দেবলীনাকে নিয়ে গোয়া গিয়েছিলেন গৌরব। জানা যাচ্ছে, তারও আগে পরিবারকে নিয়ে দার্জিলিং গিয়েছিলেন তাঁরা। সেই ছবিই উঠে এসেছে তারকা দম্পতির ইনস্টাগ্রামে 

3/10

পরিবারের সঙ্গে লেন্সবন্দি গৌরব-দেবলীনা

Gourab-Devlina with family

হোটেলের ব্যালকনি থেকে দেখা যাচ্ছে পাহাড়। সপরিবারে লেন্সবন্দি গৌরব চট্টোপাধ্যায় ও দেবলীনা কুমার। 

4/10

পরিবারের বরিষ্ঠ ও কনিষ্ঠ সদস্যের সঙ্গে গৌরব-দেবলীনা

Gourab-Devlina with senior and junior members of the family

পরিবারের বরিষ্ঠ ও কনিষ্ঠ সদস্যের সঙ্গে লেন্সবন্দি গৌরব-দেবলীনা। খোশমেজাজে দেখা গেল তারকা দম্পতিকে। 

5/10

মন্দিরে গৌরব-দেবলীনা

Gourab-Devlina at temple

শৈলশহর দার্জিলিংয়ের এক মন্দিরের সামনে পরিবারের সদস্যদের নিয়ে বসে গৌরব-দেবলীনা।

6/10

দার্জিলিংয়ে রেস্তোরাঁ সামনে পোজ

Gourab-Devlina at restaurant

দার্জিলিংয়ে Keventer's রেস্তোরাঁর সামনে পরিবারের সঙ্গে গৌরব-দেবলীনা। ছবির জন্যই ক্যামেরার সামনে পোজ দিয়েছেন সকলে। 

7/10

পরিবারের সঙ্গে নিজস্বী

Selfie with family

চলতি পথে পাহাড়ি উঁচু নিচু রাস্তায় বসে পরিবারের সঙ্গে সেলফি তুলেছেন গৌরব। 

8/10

দেবলীনার বাবা-মা

Devlina Kumar's parents

দার্জিলিংয়ে ঘুরে বেড়ানোর ফাঁকে ছবি তুললেন দেবলীনা কুমারের বাবা , তৃণমূল নেতা দেবশিস কুমার এবং মা দেবযানী কুমার, দেখা গেল অভিনেত্রীর পরিবারের আরও দুই সদস্যকেও। 

9/10

দার্জিলিংয়ে গৌরবের স্কুল

Gourab's School

দার্জিলিংয়ের 'সেন্ট পলস স্কুল'-এই পড়াশোনা করেছেন গৌরব। দার্জিলিং গেলেই নিজের স্কুলে একবার ফিরে যাওয়া চাই-ই চাই গৌরবের।

10/10

দেবলীনাকে নিয়ে নিজের স্কুলে গৌরব

Gourab with Devlina at his school

বিয়ের পর প্রথম মধুচন্দ্রিমায় দার্জিলিং গিয়ে নিজের স্কুলে দেবলীনাকে নিয়ে গিয়েছিলেন গৌরব। এবারও তার অন্যথা হল না। প্রত্যেকবারই নিজের ছোটবেলার স্কুলে ফিরে গেলে নস্টালজিক হয়ে পড়েন অভিনেতা।