৯/১১ হামলা আসলে একটি বড়সড় যড়যন্ত্র! তথ্য ফাঁস করে দেওয়ার হুমকি হ্যাকারদের

Jan 03, 2019, 13:21 PM IST
1/6

s 6

s 6

৯/১১ বিমান হামলা সম্পর্কিত গুরুত্বপূর্ণ গোপন তথ্য এখন হ্যাকারদের হাতে। দ্যা ডার্ক ওভারলোড নামে ওই হ্যাকার গ্রুপের হাতে এসে গিয়েছে ওইসব তথ্য। pastebin.com-এ হ্যাকারদের দাবি এমনটাই।

2/6

S 5

S 5

হ্যাকারদের দাবি বিশ্ববাণিজ্য কেন্দ্রে একাধাকি সংস্থা বিমা করা ছিল হিসকক্স সিন্ডিকেট লিমিটেড, লয়েড ও সিলভারস্টেইন প্রপাটিস সংস্থায়। সেইসব সংস্থার তথ্যই হ্যাক করা হয়েছে।

3/6

S 4

S 4

হ্যাকারদের ওই গ্রুপ দাবি করেছে ওইসব তথ্য ফাঁস হওয়া থেকে বাঁচাতে গেল তাদের বিপুল অর্থ দিতে হবে বিট কয়েনের মাধ্যমে।

4/6

S 3

S 3

কেন ওইসব তথ্য গুরুত্বপূর্ণ! হ্যাকারদের তরফে টুইট করা হয়েছে, ওইসব তথ্য প্রকাশ হয়ে পড়লে বিশ্ববাণিজ্য কেন্দ্র হামলা সাধারণ কোনও বিমান হামলা নয়। একটি একটি ষড়যন্ত্র। গোটা বিষয়টিই ফাঁস হয়ে যাবে। এরকম ১৮০০ তথ্য রয়েছে তাদের হাতে।

5/6

S 2

S 2

বিষয়টি অনেকটাই স্পষ্ট হয়েছে বিমা সংস্থা হিসকক্স এর এক বিবৃতিতে। সেখানে বলা হয়েছে, কোম্পানিকে আইনি পরামর্শ দিত এমন একটি আইনি পরামর্শদাতা সংস্থার কাছ থেকে ৯/১১ হামলা সংক্রান্ত কিছু তথ্য চুরি হয়েছে।

6/6

s 1

s 1

এদিকে, ওই হ্যাকার গ্রুপ ইতিমধ্যেই কিছু গোপন চিঠি ও মেইল প্রকাশ করেছে। ওই সব চিঠতে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক বিমান পরিবহণ সংস্থার তথ্য।