Harry Potter Actress Joined Onlyfans: হ্যারি পটার সিরিজের নামী অভিনেত্রী, তো? দেনার দায়ে Onlyfans মডেল হলেন সুন্দরী...
Jessie Cave Joined Onlyfans: পর্নসাইটে যোগ দিচ্ছেন হ্যারি পটার খ্যাত অভিনেত্রী জেসি কেভ। দেনার দায়ে অভিনেত্রীর এই সিদ্ধান্ত, জানালেন নিজেই।
1/7

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছোট থেকে বড় হ্যারি পটার নিয়ে সবার মনেই এক আলাদা আবেগ। ২০০১ সালে জাদুনগরীর মায়াজাল ছড়িয়ে পড়েছিল গোটা বিশ্বে। সম্প্রতি 'হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোজ়ফারস স্টোন' খ্যাত অভিনেতা সাইমন ফিশার-বেকার প্রয়াত হয়েছেন। এই খবরে শোকের ছায়া হলিউডে। এরই মাঝে হ্যারি পটার খ্যাত এক অভিনেত্রীর তাজ্জব করা খবর সামনে এল।
2/7

photos
TRENDING NOW
3/7

4/7

5/7

6/7

জেসি কেভ লেখেন, 'এক বছর। আমি এক বছর চেষ্টা করব। আমার লক্ষ্য? বাড়িটি নিরাপদ রাখা, আর্সেনিক/সীসার ওয়ালপেপার ঢেকে রাখা, নতুন ছাদ তৈরি করা ইত্যাদি। আমার লক্ষ্য? ঋণ থেকে মুক্তি পাওয়া। আমার লক্ষ্য? নিজেকে ক্ষমতায়িত করা? অতীতে যারা আমাকে ভুল ধারণা করেছে তাদের কাছে প্রমাণ করা যে আমি এত মিষ্টি নই? এমন কিছুতে সময় ব্যয় করা যার জন্য আমি আগে কখনও বিনিয়োগ করিনি: সেলফ-লাভ।'
7/7

photos