Harry Potter Actress Joined Onlyfans: হ্যারি পটার সিরিজের নামী অভিনেত্রী, তো? দেনার দায়ে Onlyfans মডেল হলেন সুন্দরী...

Jessie Cave Joined Onlyfans: পর্নসাইটে যোগ দিচ্ছেন হ্যারি পটার খ্যাত অভিনেত্রী জেসি কেভ। দেনার দায়ে অভিনেত্রীর এই সিদ্ধান্ত, জানালেন নিজেই।

Mar 12, 2025, 19:15 PM IST
1/7

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছোট থেকে বড় হ্যারি পটার নিয়ে সবার মনেই এক আলাদা আবেগ। ২০০১ সালে জাদুনগরীর মায়াজাল ছড়িয়ে পড়েছিল গোটা বিশ্বে। সম্প্রতি 'হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোজ়ফারস স্টোন' খ্যাত অভিনেতা সাইমন ফিশার-বেকার প্রয়াত হয়েছেন। এই খবরে শোকের ছায়া হলিউডে। এরই মাঝে হ্যারি পটার খ্যাত এক অভিনেত্রীর তাজ্জব করা খবর সামনে এল।

2/7

'হ্যারি পটার অ্যান্ড দ্য হাফ-ব্লাড প্রিন্স'এ  ল্যাভেন্ডার ব্রাউন চরিত্রে অভিনয় করেছিলেন জেসি কেভ। সম্প্রতি জানা গিয়েছে, তিনি Onlyfans পর্নসাইড সাইটে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছেন। এবং এই কথা তিনি নিজেই ঘোষণা করেছেন।

3/7

যদিও, অভিনেত্রী স্পষ্ট করে দিয়েছেন যে তাঁর এই যোগদান কোনও যৌনতার জন্য নয়। এবং এই প্ল্যাটফর্মের ব্যবহার সম্পর্কে ভুল ধারণা দূর করে।

4/7

সম্প্রতি এক পডকাস্টে কথা বলতে গিয়ে, জেসি তাঁর সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আনেন। তিনি নিশ্চিত করেছেন যে, তিনি গ্রাহকদের জন্য অনন্য কন্টেন্ট অফার করতে চান। এই সপ্তাহের শেষেই তিনি তাঁর নতুন পরিকল্পনা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ আনবেন।

5/7

তবে হঠাত্‍ করে অভিনেত্রী কেন এই সিদ্ধান্ত নিলেন? সোশ্যাল মিডিয়ার এক পোস্টে তিনি জানিয়েছেন ধার শোধ করা, নিজের ঘর বানানোর জন্য।

6/7

জেসি কেভ লেখেন, 'এক বছর। আমি এক বছর চেষ্টা করব। আমার লক্ষ্য? বাড়িটি নিরাপদ রাখা, আর্সেনিক/সীসার ওয়ালপেপার ঢেকে রাখা, নতুন ছাদ তৈরি করা ইত্যাদি। আমার লক্ষ্য? ঋণ থেকে মুক্তি পাওয়া। আমার লক্ষ্য? নিজেকে ক্ষমতায়িত করা? অতীতে যারা আমাকে ভুল ধারণা করেছে তাদের কাছে প্রমাণ করা যে আমি এত মিষ্টি নই? এমন কিছুতে সময় ব্যয় করা যার জন্য আমি আগে কখনও বিনিয়োগ করিনি: সেলফ-লাভ।'

7/7

বিনোদন জগতে পা রাখার আগে, জেসি লন্ডনের কিংস্টন বিশ্ববিদ্যালয়ে ইলাস্ট্রেশন এবং অ্যানিমেশন নিয়ে পড়াশোনা করেছেন। তারপর তিনি  RADA-তে মঞ্চ ব্যবস্থাপনার প্রশিক্ষণ নেন। এরপরেই তিনি হ্যারি পটারে ল্যাভেন্ডার ব্রাউনের চরিত্রে অভিনয় করেন। তারপরে বিভিন্ন ব্রিটিশ টেলিভিশন সিরিজে গেস্ট রোলে জেসিকে দেখা গিয়েছে।