আগামী সপ্তাহে একদিকে যেমন দেশের উত্তরাংশ শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা, তুষারপাত পূর্বাভাস দিচ্ছে মৌসম ভবন। অন্যদিকে তেমনি রয়েছে ভারী বৃষ্টির সতর্কতাও।
2/6
লক্ষদ্বীপ ও মলদ্বীপ সংলগ্ন সাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। এটি ক্রমশ অগ্রসর হয়ে ১৫ ডিসেম্বরের পর তামিলনাডু উপকূলের দিকে পৌঁছবে। তবে এটি সাইক্লোনের রূপ নেবে কিনা তা এখনও স্পষ্ট নয়।
photos
TRENDING NOW
3/6
মৌসম ভবনের পূর্বাভাসে বলা হচ্ছে, আগামী ২ দিন ওই নিম্নচাপের প্রভাবে প্রবল বৃষ্টি হতে পারে তামিলনাডু-সহ দক্ষিণের অধিকাংশ রাজ্য।
4/6
এদিকে, মৌসম ভবনের খবর, পশ্চিমী ঝঞ্ঝার ফলে জম্মু-কাশ্মীর ও লাদাখে তুষার পাতের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে।
5/6
আগামী ৭ দিন পঞ্জাব, জম্মু ও কাশ্মীর, লাদাখ, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার এবং ঝাড়খণ্ডে শৈত্যপ্রবাহ থেকে তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
6/6
আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত দিল্লির আবহাওয়া পরিষ্কার ও শুষ্ক থাকবে, তবে সকাল ও সন্ধ্যায় কুয়াশার সম্ভাবনা রয়েছে। গত ১২ ডিসেম্বর, দিল্লিতে তাপমাত্র ছিল ৪.৫ ডিগ্রি। এই তাপমাত্রা ছিল গত ৩ বছরের মধ্যে সবচেয়ে ঠান্ডা দিন।