বিশ্বকাপ চ্যাম্পিয়ন! কত টাকা পাচ্ছে ইংল্যান্ড?
ম্যাচ টাই। এর পর সুপার ওভার। সেখানেও টাই। বাউন্ডারি বেশি মারায় শেষমেশ ইংল্যান্ড জিতে নিল বিশ্বকাপ ফাইনাল। প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেলে ক্রিকেটের প্রবর্তকরা।
জানেন, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর ইংল্যান্ডের আর্থিক পুরস্কারের অঙ্কটা কত বড়! বিশাল অঙ্কের আর্থিক পুরস্কার পেলেন বেন স্টোকস, জো রুট, ইয়ন মরগ্যান, জোফ্রা আর্চাররা।
বিশ্বকাপের ইতিহাসে এবারই সব থেকে বেশি আর্থিক পুরস্কার দেওয়া হচ্ছে চ্যাম্পিয়ন দলকে। এবার টুর্নামেন্ট আয়োজনের বাজেট ছিল ১০ মিলিয়ন ডলার। চ্যাম্পিয়ন দল ইংল্যান্ড পেয়েছে চার মিলিয়ন ডলার। অর্থাত ভারতীয় মুদ্রায় যা প্রায় সাড়ে ২৭ কোটি টাকা।
রানার্স দল নিউ জিল্যান্ড পাবে দুই মিলিয়ন ডলার। সেমিফাইনাল থেকে বাদ পড়া দল পাবে আট লাখ ডলার।
গ্রুপপর্বে প্রতি ম্যাচে জয়ী দল পাবে ৪০ হাজার ডলার করে। গ্রুপপর্ব থেকে বাদ পড়া দলের জন্য আইসিসির বরাদ্দ ১ লাখ ডলার।