Antony Thattil | Keerthy Suresh : গোয়াতে বিয়ে সারলেন কীর্তি সুরেশ, কেমন ছিল অভিনেত্রীর বিয়ের সজ্জা

এই দুই জুটির পরিচয় ছিল স্কুল জীবন থেকেই। ১৫ বছর পর সাতপাকে বাঁধা পড়লেন তাঁরা। দীর্ঘদিনের সম্পর্ক থাকলেও খুব কম সোশ্যাল মিডিয়ায় উপস্থিত হতেন দুজনে।

Dec 13, 2024, 16:10 PM IST

এই দুই জুটির পরিচয় ছিল স্কুল জীবন থেকেই। ১৫ বছর পর সাতপাকে বাঁধা পড়লেন তাঁরা। দীর্ঘদিনের সম্পর্ক থাকলেও খুব কম সোশ্যাল মিডিয়ায় উপস্থিত হতেন দুজনে।

 

1/5

সাতপাকে বাঁধা অভিনেত্রী কীর্তি সুরেশ

সাতপাকে বাঁধা পড়লেন দক্ষিণ চলচিত্র ইন্ডাস্ট্রির এক অন্যতম অভিনেত্রী  কীর্তি সুরেশ। তাঁর দীর্ঘদিনের প্রেমিক অ্যান্টনি থাটিলকে বৃহস্পতিবার গোয়ায় ঐতিহ্যবাহী দক্ষিণ ভারতীয় রীতিতে বিয়ে করেছেন। ১৫ বছরের সম্পর্ক এই দুই জুটির।অ্যান্টনি চলচ্চিত্র জগতের কেউ নন, তিনি একজন সফল ব্যবসায়ী।

2/5

দক্ষিণ ভারতের মন্দিরের ঐতিহ্য অনুসারে সুসজ্জিত

গোয়ায় তাঁদের বিয়ের সজ্জিত মন্ডপ, নেটিজেনদের বেশ নজর কেড়েছে। খোলা আকাশের নীচে একটি খেজুর গাছ দেখা যায় পুরো ব্যাকগ্রাউন্ড ছিল সাদা মোগরা এবং লাল গোলাপের ফুলে সাজানো একদম দক্ষিণ ভারতের মন্দিরের ঐতিহ্য অনুসারে সুসজ্জিত ছিল। 

3/5

দুটি ইথারিয়েল বিয়ের শাড়ি

 র্কীতি সুরেশ দুটি ইথারিয়েল বিয়ের শাড়ি পড়েছিলেন। দুই ঐতিহ্যবাহী পোশাকেই অভিনেত্রীকে শ্বাসরুদ্ধকর লাগছিল। এই দুই পোশাকই প্রত্যেক ফ্যাশন প্রেমীদের পড়ার স্বপ্ন থাকে। তিনি অত্যন্ত নিখুঁত কাজ করা হলুদ রঙের সবুজ পাড় দেওয়া একটা শাড়ী পড়েছিলেন সঙ্গে দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী গহনা যা এক্কেবারে দক্ষিণ ভারতের নববধূদের মতো দেখা ছিল। 

4/5

অ্যান্টনির ঐতিহ্যবাহী পোশাক

এদিন অ্যান্টনি থাটিলকেও তাঁর ঐতিহ্যবাহী পোশাকের সাথে বেশ মানাচ্ছিল, ঠিক যেন  র্কীতির সাজের সাথে পরিপূরক। এবং বিয়ের অনুষ্ঠানের জন্য তিনি একটি লাল শাড়ি বেছে নিয়েছিলেন সঙ্গে হীরেরে গহনা পরীহিত ছিল।  হিন্দু রীতিতে লাল ছাড়া কনে এটা ভাবা যায় না! 

5/5

বিয়েতে উপস্থিত ছিলেন

কীর্তির বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন বলিউড এবং দক্ষিণী ইন্ডাস্ট্রির একাধিক তারকা। তাঁদের মধ্যে দেখা যায় থলপতি বিজয় দক্ষিণী সাজপোশাকে কীর্তির বিয়েতে উপস্থিত ছিলেন তিনি।