ফোনে রয়েছে এই ৩ অ্যাপ? পড়তে পারেন মহাবিপদে, সতর্ক করল হাওড়া পুলিস

Wed, 17 Nov 2021-8:12 pm,

নিজস্ব প্রতিবেদন: বহু কর্পোরেট সংস্থায় ডেক্স-টপ সারাতে বা অন্যের ডেক্সটপে কোনও কাজ করতে, এনিডেস্ক (AnyDesk), টিমভিউয়ার (TeamViewer) বা আল্ট্রাভিউয়ারের (UltraViewer) মতো অ্যাপ ব্যবহার হয়। ফোনেও অনেকে সেই অ্য়াপ রাখেন। যার দ্বারা মুহূর্তে একটি ফোনের দখল নিতে পারে অন্য কেউ। এবার এই তিন অ্যাপ নিয়েই সতর্ক করল হাওড়া সিটি পুলিস (Howrah City Police)।

 গুগল প্লে-স্টোর, অ্যাপেলের অ্যাপ-স্টোর বা অন্য কোনও স্টোর থেকে এই তিনটি অ্যাপ্লিকেশন ডাউনলোড নিয়ে সতর্ক করল হাওড়া সিটি পুলিস (Howrah City Police)।

সোশ্যাল মিডিয়ায় পুলিসের তরফে লেখা হয়েছে, গুগল প্লে-স্টোর, অ্যাপেলের অ্যাপ-স্টোর থেকে এনিডেস্ক (AnyDesk), টিমভিউয়ার (TeamViewer) বা আল্ট্রাভিউয়ারের (UltraViewer) ডাউনলোড করার জন্য প্রতারকরা প্রলুব্ধ করতে পারে। 

এই অ্যাপের মাধ্যেমে প্রতারকরা আপনার মোবাইল বা ডিভাইসের রিমোট অ্যাক্সেস নিতে পারে।

প্রতারকরা যদি ফোনের অ্য়াপগুলো ডাউনলোড করাতে সক্ষম হয় এবং ৯ সংখ্যার অ্যাপকোড হাতিয়ে নেয়, তবে স্মার্ট ডিভাইসটি প্রতারকদের আয়ত্তে চলে আসবে। 

এরপর ব্য়াঙ্কের কেওয়াইসি তথ্য আপডেট করানোর বাহানায় ডেবিট/ক্রেডিট কার্ড ডিটেলস চাইবে প্রতারকরা। এরপর ব্যাঙ্কিং লেনদেন শুরু করবে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link