UP man gets wife married to her lover: 'মেরঠের মতো খুন হতে চাইনি!' কেন প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্ত্রীর? স্বামী জানালেন আসল কারণ...

Husbands Being Killed By Wives: স্বামী বাবলুর উদারতার প্রশংসা করেছিল সবাই। কিন্তু আসলে তিনি এমন কাজ কেন করেন, কেন স্ত্রীর বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন, নিজে মুখেই জানান সেকথা।

| Mar 28, 2025, 11:11 AM IST
1/6

মেরঠকাণ্ডে ভয় পেয়েই প্রেমিকে সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী!

UP man gets wife married to her lover

UP man gets wife married to her lover: স্ত্রীর পরকীয়ার কথা জানতে পেরে প্রেমিকের সঙ্গে নিজে দাঁড়িয়ে থেকে স্ত্রীর বিয়ে দিয়েছেন স্বামী। শুধু তাই নয়, এই বলে স্ত্রীকে এই বলে আশ্বস্তও  করেছেন যে, "তুমি যাও। আমি আমাদের বাচ্চাদের দেখে রাখব। বাচ্চাদের দায়িত্ব আমার।" তাজ্জব করা এই ঘটনাটি উত্তরপ্রদেশের। এবার জানা গেল স্বামী বাবলুর এহেন সিদ্ধান্তের পিছনে আসল কারণ।

2/6

মেরঠকাণ্ডে ভয় পেয়েই প্রেমিকে সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী!

UP man gets wife married to her lover

প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দেওয়ার খবর ভাইরাল হতেই, বিভিন্ন জনের বিভিন্ন প্রশ্নের মুখে পড়েন বাবলু। তখনই তিনি জানান যে, কোনও উদারতা নয়, আসলে তিনি ভয় পেয়েছেন! পরকীয়ার জেরে মেরঠে যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে, এছাড়াও চারদিকে স্ত্রীর হাতে স্বামী খুনের ঘটনা যেভাবে ঘটে চলেছে, তাতে ভয়ের থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। তাঁর নিজের যাতে কোনও ক্ষতি না হয়! 

3/6

মেরঠকাণ্ডে ভয় পেয়েই প্রেমিকে সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী!

UP man gets wife married to her lover

বাবলু বলেন, "আমার নিজের ক্ষতির সম্ভাবনা এড়াচে চেয়েছিলাম। সাম্প্রতিককালে আমরা স্ত্রীদের হাতে স্বামীদের খুন হতে দেখছি। মেরঠে যা ঘটেছে, তা দেখার পর আমি সিদ্ধান্ত নিই যে আমার স্ত্রীকে তাঁর প্রেমিকের সঙ্গে বিয়ে দেব। যাতে আমরা সবাই শান্তিতে থাকতে পারি।" উত্তরপ্রদেশের শান্ত কবির নগর জেলার বাসিন্দা বাবলুর সঙ্গে ২০১৭ সালে বিয়ে হয় রাধিকার। দম্পতির ২ ছেলেমেয়েও হয়। একজনের বয়স ৭। আরেকজনের বয়স ৮। 

4/6

মেরঠকাণ্ডে ভয় পেয়েই প্রেমিকে সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী!

UP man gets wife married to her lover

এখন কর্মসূত্রে স্বামী বাবলু দূরে থাকার দরুণ, স্থানীয় বিকাশ নামে এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে স্ত্রী রাধিকার। বিকাশের সঙ্গে স্ত্রীর সম্পর্কের কথা জানতে পারেন স্বামী বাবলুও। ফিরে আসেন কাজ থেকে। বেশ কিছুদিন স্ত্রীকে অনুসরণও করেন। তারপর যখন বিকাশের সঙ্গে স্ত্রীর সম্পর্কের বিষয়ে নিশ্চিত হন, তখনই তাঁদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। 

5/6

মেরঠকাণ্ডে ভয় পেয়েই প্রেমিকে সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী!

UP man gets wife married to her lover

স্ত্রীর সম্পর্ক নিয়ে তাঁর সঙ্গে কোনও অশান্তি করেননি বাবলু। বরং গ্রামের বড়দের তাঁর সিদ্ধান্তের কথা জানান। প্রথমে আদালতে নিয়ে গিয়ে প্রেমিকের সঙ্গে স্ত্রীর আইনি বিয়ের আয়োজন করেন। এরপর নিজে দাঁড়িয়ে থেকে মন্দিরে প্রেমিকের সঙ্গে মালাবাদল করিয়ে  স্ত্রীর আবার বিয়ে দেন! তাঁর সিঁথিতে প্রেমিক যখন সিঁদুর পরাচ্ছে, তখন কেঁদে ফেলতে দেখা যায় রাধিকাকে। 

6/6

মেরঠকাণ্ডে ভয় পেয়েই প্রেমিকে সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী!

UP man gets wife married to her lover

প্রসঙ্গত, বাল্যবন্ধুর সঙ্গে পরকীয়ার জেরে মেয়ের জন্মদিনে ছুটিতে বাড়িতে মার্চেন্ট নেভি অফিসার স্বামী সৌরভ রাজপুতকে নৃশংসভাবে খুন করে স্ত্রী মুসকান ও তার প্রেমিক সাহিল। তারপর দেহ কেটে ১৫ টুকরো করে, ড্রামে ভরে সিমেন্ট দিয়ে সিল করে দিয়ে প্রেমিকের সঙ্গে মানালি বেড়াতে চলে যায় মুসকান। এই হাড়হিম মেরঠকাণ্ড এখন লোকের মুখে মুখে ঘুরছে। এছাড়াও জয়পুরেও ১২ বছরের ছোট প্রেমিককে নিয়ে স্বামীকে খুনের পর বস্তাবন্দি দেহে আগুন ধরিয়ে দেয় স্ত্রী। পাশাপাশি, অউরিয়াতে স্বামীকে খুন করতে রীতিমতো সুপারি কিলার ভাড়া করে স্ত্রী ও তার প্রেমিক!