Javed Akhtar: 'দোজখেও যেতে পারি, পাকিস্তানে একেবারেই নয়'

Javed Akhtar: শিবসেনা নেতা সঞ্জয় রাউতের একটি বই প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন জাভেদ আখতার। সেখানেই তিনি হিন্দু-মুসলিম কট্টরপন্থীদের এক হাত নেন

| May 18, 2025, 06:42 PM IST
1/7

পহেলগাঁও হামলা

পহেলগাঁও হামলা

পহেলগাঁও জঙ্গি হামলা, অপারেশন সিঁদুরের পর ভারত পাক উত্তেজনা তুঙ্গে। এরকম এক পরিস্থিতি দুই শিবির থেকে জুটছে দুরকম তকমা।

2/7

এথেইস্ট

এথেইস্ট

আজীবন যিনি নিজেকে এথেইস্ট বলে পরিচয় করিয়েছেন তাঁকেই এক পক্ষ বলছে জিহাদি। কেউ বলছে কাফের। এনিয়ে এবার সরব হলেন গীতিকার জাভেদ আখতার।  

3/7

সঞ্জয় রাউত

সঞ্জয় রাউত

শিবসেনা নেতা সঞ্জয় রাউতের একটি বই প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন জাভেদ আখতার। সেখানেই তিনি হিন্দু-মুসলিম কট্টরপন্থীদের এক হাত নেন।

4/7

কাফির

কাফির

জাভেদ আখতার বলেন, হিন্দু-মুসলিম দুপক্ষই আমাকে নিশানা করে। কেউ আমাকে বলে কাফির। আমি নাকি দোজখে যাব।

5/7

জিহাদি

জিহাদি

জাভেদ আরও বলেন, অন্য এক পক্ষ আমাকে বলে জিহাদি, পাকিস্তান চলে যাও।

6/7

পাকিস্তান

পাকিস্তান

পাকিস্তানে কেন? জাভেদ আখতার বলেন, পাকিস্তান কেন?  আমাকে যদি সুযোগ দেওয়া হয় দোজখে নাকি পাকিস্তানে যেতে চাই। আমি দোজখেই যেতে চাই। পাকিস্তানে একেবারেই নয়।

7/7

কট্টরপন্থী

কট্টরপন্থী

দেশের কট্টরপন্থীদের নিশানা করে জাভেদ আখতার আরও বলেন, দুই পক্ষের কট্টরপন্থীরাই আমাকে আক্রমণ করে। না করলেই মনে হয়, কোনও গন্ডগোল হল নাকি?