Boycott Turkey: পাকিস্তানের পর এবার ভাতে মরবে তুর্কিয়ে, নাম শুনলেই 'ছ্যাঃ করো' বলছে ভারত...

Boycott Turkey: বিগত কয়েক বছরে ভারতীয়দের অন্যতম পছন্দের টুরিস্ট স্পট তুর্কিয়ে ও আজ়ারবাইজান। পাকিস্তানকে সাপোর্টের পরেই ভারতের একের পর এক ট্রাভেল কোম্পানি তুর্কিয়ে ও আজ়ারবাইজানের ট্যুর বাতিল করতে থাকে।  বুধবার তুর্কিয়ে এবং আজারবাইজানকে বড় 'ধমক' ভারতের। ব্যবসা ও পর্যটনের পর এবার তুর্কিয়ে ও আজারবাইজানকে বয়কটের পথে বলিউডও। ইন্ডিয়ান মোশন পিকচার প্রডিউসারস অ্যাসোসিয়েশনের সভাপতি অভয় সিনহা সমস্ত বলিউড প্রযোজক এবং চলচ্চিত্র নির্মাতাদের কাছে আবেদন করেছেন — তুর্কিয়ে ও আজারবাইজানে নির্ধারিত শুটিং বাতিল করুন। 

| May 14, 2025, 08:05 PM IST
1/9

বয়কট তুর্কিয়ে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২৩ সালে যখন ভয়ংকর ভূমিকম্প হয়েছিল তুর্কিয়ে ও সিরিয়ায়। সেই সময় অপারেশন দোস্তে তুর্কিয়ের জন্য ত্রাণ নিয়ে প্রথম পৌঁছায় ভারতীয় সেনা। সেই দেশই অপারেশন সিঁদুরের সময় ভারতের শত্রু পাকিস্তানের পাশে দাঁড়াল।   

2/9

বয়কট তুর্কিয়ে

এরপরেই তুর্কিয়েকে বয়কটের ডাক দিয়েছে গোটা ভারত। সোমবার মুম্বই বিমানবন্দর পরিদর্শন করে শিবসেনা নেতারা দাবি করেছেন যে কর্তৃপক্ষ যেন স্থল পরিষেবা পরিচালনাকারী একটি তুর্কিয়ে কোম্পানির চুক্তি বাতিল করে।  

3/9

বয়কট তুর্কিয়ে

বিগত কয়েক বছরে ভারতীয়দের অন্যতম পছন্দের টুরিস্ট স্পট তুর্কিয়ে ও আজ়ারবাইজান। পাকিস্তানকে সাপোর্টের পরেই ভারতের একের পর এক ট্রাভেল কোম্পানি তুর্কিয়ে ও আজ়ারবাইজানের ট্যুর বাতিল করতে থাকে।  

4/9

বয়কট তুর্কিয়ে

এরপরেই তুর্কিয়ে সরকারের তরফে জানানো হল যে তুর্কিয়ে আশ্বস্ত করেছে যে দেশটি ভারতীয়দের জন্য সম্পূর্ণ নিরাপদ এবং ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার কোনও প্রভাব নেই। তবে তাতে কোনও উপকার হয়নি। 

5/9

বয়কট তুর্কিয়ে

বুধবার তুর্কিয়ে এবং আজারবাইজানকে বড় 'ধমক' ভারতের। ব্যবসা ও পর্যটনের পর এবার তুর্কিয়ে ও আজারবাইজানকে বয়কটের পথে বলিউডও।

6/9

বয়কট তুর্কিয়ে

ইন্ডিয়ান মোশন পিকচার প্রডিউসারস অ্যাসোসিয়েশনের সভাপতি অভয় সিনহা সমস্ত বলিউড প্রযোজক এবং চলচ্চিত্র নির্মাতাদের কাছে আবেদন করেছেন — তুর্কিয়ে ও আজারবাইজানে নির্ধারিত শুটিং বাতিল করুন। 

7/9

বয়কট তুর্কিয়ে

শুধু এখনই নয়, ভবিষ্যতেও এই দুই দেশে কোনও শুটিংয়ের পরিকল্পনা না করার আবেদন করেছেন ইন্ডিয়ান মোশন পিকচার প্রডিউসারস অ্যাসোসিয়েশনের সভাপতি। 

8/9

বয়কট তুর্কিয়ে

গত কয়েক বছরে তুর্কিয়েতে একাধিক বলিউড ছবির শুটিং হয়েছে, যে দেশটি পর্যটন থেকে তার জিডিপির ৮% আয় করে। এর মধ্যে সালমান খান, অভিষেক বচ্চন, অক্ষয় কুমারের ছবিও রয়েছে। গুরু, দিল ধড়কনে দো, রেস টু থেকে শুরু করে বেবি, টাইগার থ্রি শ্যুট হয়েছে তুর্কিয়েতে। 

9/9

বয়কট তুর্কিয়ে

সবমিলিয়ে ভারতের বয়কটের কারণে তুর্কিয়ে প্রায় ৩০০০ কোটি ক্ষতির মুখে।