Boycott Turkey Azerbaijan: পাকিস্তানকে রসদ জুগিয়ে বিপন্ন তুর্কিয়ে-আজ়ারবাইজান! বয়কটের পথে ভারত, ট্যুর বাতিল করছে সবাই...

India Pakistan Tension: সোমবার মুম্বই বিমানবন্দর পরিদর্শন করে শিবসেনা নেতারা দাবি করেছেন যে কর্তৃপক্ষ যেন স্থল পরিষেবা পরিচালনাকারী একটি তুর্কিয়ের কোম্পানির চুক্তি বাতিল করে। সম্প্রতি ভারত পাক যুদ্ধকালীন সময়ে পাকিস্তানকে সমর্থন করে তুর্কিয়ে, আজারবাইজান। এরপরেই এই দুই দেশকে বয়কট করার ডাক দিয়েছে ভারতীয় টুরিস্টরা। 

May 12, 2025, 09:02 PM IST
1/12

অপারেশন দোস্ত

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২৩ সালে যখন ভয়ংকর ভূমিকম্প হয়েছিল তুর্কিয়ে ও সিরিয়ায়। সেই সময় তুর্কিয়ের জন্য ত্রাণ নিয়ে প্রথম পৌঁছায় ভারতীয় সেনা।   

2/12

অপারেশন দোস্ত

অপারেশন দোস্তে তুর্কিয়ের জন্য সেনা নিয়ে গিয়েছিল ত্রাণ। সেই দেশই অপারেশন সিঁদুরের সময় ভারতের শত্রু পাকিস্তানের পাশে দাঁড়াল।   

3/12

তুর্কিয়ে

অপারেশন সিঁদুরের সময় যে ৩০০-৪০০ ড্রোন ভারতীয় সেনা গুলি করে নামিয়েছে, সেই সবকটাই তুর্কিয়ের। ভারতের ৩৬টি জায়গায় পাওয়া গেছে সেই ড্রোন। তা দেখেই অবাক গোটা ভারত।   

4/12

তুর্কিয়ে

সোমবার মুম্বই বিমানবন্দর পরিদর্শন করে শিবসেনা নেতারা দাবি করেছেন যে কর্তৃপক্ষ যেন স্থল পরিষেবা পরিচালনাকারী একটি তুর্কিয়ে কোম্পানির চুক্তি বাতিল করে।  

5/12

তুর্কিয়ে

শিবসেনা নেতা মুরজি প্যাটেল সাংবাদিকদের বলেন যে তারা ক্ষুব্ধ কারণ তুর্কিয়ে একই সঙ্গে পাকিস্তানকে সমর্থন করার পাশাপাশি ভারতে চুক্তির মাধ্যমে অর্থ উপার্জন করছে। তাই তুর্কিয়েকে বয়কটের ডাক দিয়েছে ভারতীয়রা।   

6/12

আজ়ারবাইজান

বিগত কয়েক বছরে ভারতীয়দের অন্যতম পছন্দের টুরিস্ট স্পট তুর্কিয়ে ও আজ়ারবাইজান।   

7/12

আজ়ারবাইজান

সেই দুই দেশই অপারেশন সিঁদুরের সময় গিয়ে দাঁড়ায় ভারতের বিরুদ্ধে। এরপরই ভারতের একের পর এক ট্রাভেল কোম্পানি তুর্কিয়ে ও আজ়ারবাইজানের ট্যুর বাতিল করতে থাকে।  

8/12

আজ়ারবাইজান

আজ়ারবাইজানের তরফ থেকে জারি করা হয়েছিল বিবৃতি। সেখানে পাকিস্তানের উপর ভারতের আক্রমণের কড়া নিন্দা করে আজ়ারবাইজান সরকার। যা দেখে রাগে ফেটে পড়েন ভারতীয়রা।   

9/12

আজ়ারবাইজান

তুর্কিয়ে ও আজ়ারবাইজানকে বড় ব্যবসা দেয় ভারতীয় ট্যুরিস্টরা। অবিলম্বে সেই সব ট্যুর বাতিল করছে ভারতীয় সংস্থা ও ভারতের জনগণ। অনুমান করা যায়, যার ফলে এই দুই দেশের পর্যটন শিল্পে বড়সড় ক্ষতির আশঙ্কা। 

10/12

আরমেনিয়া

এই দুই দেশের পরিবর্তে এখন ভারতীয় পর্যটকরা বেছে নিচ্ছেন আরমেনিয়াকে। ভারতীয়দের পছন্দের তালিকায় উঠে এসেছে এই দেশ।   

11/12

গ্রিস

যাঁরা তুর্কিয়ে ও আজ়ারবাইজান যাবেন ভেবেছিলেন তাঁরাই এখন পাড়ি দিচ্ছেন গ্রিসে। ভারতীয়দের এখন হট ফেভারিট গ্রিস। 

12/12

তুর্কিয়ে

২০২২ সালে আন্তর্জাতিক পরিসরে তুরস্ক দেশটি এখন থেকে 'তুর্কিয়ে' হিসেবে পরিচিত হবে। বর্তমানে এটি বিশ্বে 'টার্কি' হিসেবে পরিচিত। তুরস্কের কাছ থেকে আনুষ্ঠানিক এক আবেদনের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ 'তুর্কিয়ে' নামটি গ্রহণ করেছে।