India Vs England 1st ODI: বলে-ব্যাটে দুরন্ত ভারতের কাছে পর্যুদস্ত ইংল্যান্ড! সিরিজে ১-০ এগিয়ে গেলেন রোহিতরা...
India Vs England 1st ODI: অলরাউন্ড ক্রিকেটেই ইংল্যান্ডকে সিরিজের প্রথম ওডিআই-তে হারিয়ে দিল ভারত...
1/6
ভারত-ইংল্যান্ড প্রথম ওডিআই

সাদা বলের দুই সংস্করণ মিলিয়ে মোট ৮ ম্যাচ খেলতে ইংল্যান্ড এই মুহূর্তে ভারতে। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) টিম ৫ ম্যাচের টি-২০আই সিরিজে জস বাটলারদের ৪-১ দুরমুশ করেছে। কুড়ি ওভারের পাট চুকিয়ে রোহিত শর্মার ভারত এবার তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটাই ভারতের হাতে-কলমে অন্তিম মহড়া। আজ, বৃহস্পতিবার নাগপুরের সিরিজের শুভারম্ভ হয়ে গেল। প্রথম ওডিআই ৪ উইকেটে জিতে ভারত সিরিজে ১-০ এগিয়ে গেল।
2/6
ইংল্যান্ড ইনিংস

এদিন জামথার ভিসিএ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ২৪৮ রানে গুটিয়ে গেল। এদিন বিরাট কোহলি চোটের কারণে খেলতে পারেননি। যশস্বী জয়সওয়াল ও হর্ষিত রানা ওডিআই অভিষেক করলেন। অভিষেকেই ছাপ রাখলেন হর্ষিত। ৭ ওভার বল করে ৫৩ রান খরচ করে তুলে নেন ৩ উইকেট। ভারতের স্টার অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও পেলেন ৩ উইকেট। পেস-স্পিনের যুগলবন্দিতে ইংরেজরা ৪৭.৪ ওভারে শেষ হয়ে গেল।
photos
TRENDING NOW
3/6
ত্রাতা বাটলার-বেথেল

ফিল সল্ট ও বেন ডাকেট ওপেন করতে নেমেছিলেন এদিন। ৯ ওভারে ৭৫ রান তুলে দিয়েছিলেন তাঁরা। বিধ্বংসী মেজাজে ব্যাট করছিলেন সল্ট। ২৬ বলে ৪৩ রানের ইনিংস খেলেন তিনি। হাঁকান ৫ চার ও ৩ ছয়। আর এই তিন ছক্কাই তিনি হাঁকিয়েছেন ষষ্ঠ ওভারে। প্রাক্তন কেকেআর সতীর্থ হর্ষিত রানার ওভারে তাণ্ডব চালিয়ে ছিলেন তিনি। তিন ছক্কার সঙ্গেই জোড়া চার মেরেছিলেন। সল্ট রানআউট হয়ে ফিরে যান। এরপর দ্বিতীয় ওপেনার ডাকেটও ফিরে যান ১০ ওভারের ভিতরে। রানার বলে মিডউইকেটে উড়িয়ে খেলেছিলেন ডাকেট। তবে স্প্রিন্ট টেনে উড়ে গিয়ে দুরন্ত ক্যাচ নেন যশস্বী।ডাকেট ফেরেন ২৯ বলে ৩২ রান করে।
4/6
যেভাবে ভারত খেলায় ফেরে

এরপর হ্যারি ব্রুক (০) ও জো রুটকে (১৯) ফিরিয়ে ভারত ড্রাইভারের সিটে বসে পড়ে। ১৯ ওভারের ভিতর ১১১ রানে ৪ উইকেট চলে যায় ইংল্যান্ডের। পাঁচে নেমে জস বাটলার (৬৭ বলে ৫২) ও জ্যাকব বেথেল (৬৪ বলে ৫১) নেমে ইংল্যান্ডের হয়ে বিপর্যয় সামাল দেন। এরপর লিয়াম লিভিংস্টোন (৫), ব্রাইডন কার্স (১০), আদিল রশিদরা (৮) আসেন আর ফিরে যান। তবে দশে নেমে জোফ্রা আর্চার ১৮ বলে ২১ রানের অপরাজিত ইনিংস খেলেন। মহম্মদ শামি, কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল নিয়েছেন একটি করে উইকেট।
5/6
ইন্ডিয়া ইনিংস

রান তাড়া করতে নেমে ভারত শুরুতেই বড় ধাক্কা খেয়েছিল। ছয় ওভারের ভিতর ভারতের ওপেনিং জুটি যশস্বী জয়সওয়াল (২২ বলে ১৫) ও রোহিত শর্মা (২) ফিরে যান, তখন ভারতের স্কোরবোর্ডে মাত্র ১৯ রান। যশস্বীকে ফেরান জোফ্রা আর্চার ও রোহিত শিকার হন সাকিব মেহমুদের। দুই ওপেনারই ক্যাচ আউট হয়েছেন। তবে ভারতের চাপ এখানেই শুরু আর এখানেই শেষ হয়ে যায়। শুভমন গিল, শ্রেয়স আইয়ার, ও অক্ষর মিলে ভারতকে হাসতে হাসতে জিতিয়ে দেন। পুরো ম্যাচে একবারও ভারতকে চাপে ফেলতে পারেনি ইংরেজরা। বিরাটের জায়গায় চারে নেমে শ্রেয়স ৩৬ বলে ৫৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। এক সময়ে তিনি ২০০-র স্ট্রাইক রেটেও ব্যাট চালিয়েছেন। ৯টি চার ও ২টি ছয় মেরেছেন শ্রেয়স।
6/6
শুভমন-শ্রেয়স-অক্ষর

শ্রেয়স ফেরার পর শুভমন-অক্ষর বাকিটা বুঝে নেন। ৪৭ বলে ৫২ রান করে আউট হন অক্ষর। আদিল রশিদের বলে ক্লিন বোল্ড হয়ে যান তিনি। তখন ভারতের স্কোর ৩৩.৪ ওভারে চার উইকেট হারিয়ে ২২১। ৯৮ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ২৮ রান। তখন নামেন কেএল রাহুল। শুভমনকে সঙ্গে নিয়ে তিনি হয়তো বাকি কাজটা সেরে ফেলবেন বলে ভাবা হয়েছিল। কিন্তু ৯ বলে ২ রান করে রাহুল ফেরেন। আদিল রশিদের বলে তাঁর হাতেই ক্যাচ তুলে দেন রাহুল। এরপর নামেন হার্দিক পাণ্ডিয়া। তবে সবাইকে চমকে দিয়ে শুভমন ফিরে যান ৯৬ বলে ৮৭ রানের দুরন্ত ইনিংস খেলে। মাত্র ১৩ রানের জন্য শতরান মাঠে রেখে আসেন তিনি। এরপর মাঠে নামের রবীন্দ্র জাদেজা। তিনি হার্দিককে নিয়ে ফিনিশিং লাইন পার করান। ৬৮ বল হাতে রেখে ভারত খেলা বার করে নেয়। আগামী রবিবার কটকে সিরিজের দ্বিতীয় ওডিআই। এই ম্যাচ জিতলেই সিরিজ ভারতের।
photos