বাড়ছে সংখ্যা, করোনায় বিশ্বে নবম ভারত, চিনের স্থান পঞ্চদশে
এ যেন পিছিয়ে যাওয়ায় এগিয়ে যাওয়া। বিশ্বে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যার নিরিখে নবম স্থানে উঠে এল ভারতের নাম।
তালিকায় প্রথম স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবারই সেখানে করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা ১ লক্ষ পেরিয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ১৭ লক্ষেরও বেশি।
তৃতীয় স্থানে রাশিয়া। অন্যদিকে একসময়ে ইউরোপের এপিসেন্টার ইতালির স্থান ষষ্ঠ। তার পরেই ক্রমানুযায়ী ফ্রান্স, জার্মানি ও ভারতের স্থান। দশম স্থানে টার্কি।
গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ৭,৪৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে ভারতে মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১,৬৫,৭৯৯।
অন্যদিকে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম যে দেশে শুরু হয়েছিল, সেই চিন এখন এই তালিকায় ১৫ তম স্থানে। ভারতসহ ১৪টি দেশে এখন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা চিনের থেকেও বেশি।