Kolkata Traffic New Rule: ট্রাফিক নিয়ম ভাঙলে পকেট খালি! ১০ গুণ বাড়ল জরিমানা, কবে থেকে দিতে হবে জানেন?

Traffic Fines 2025: বেপরোয়া গাড়ি চালানো, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং ট্রাফিক আইন লঙ্ঘনের মতো ঘটনা কমাতে এবার নিয়মে বদল। লাগু হচ্ছে নয়া নিয়ম...

| Mar 19, 2025, 19:58 PM IST
1/8

১০ গুণ বাড়ল কলকাতা ট্রাফিকের জরিমানা

Kolkata Traffic rule

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুরনো নিয়ম আর নয়। এবার থেকে নতুন নিয়মে আরও কড়া ভারত সরকারের ট্রাফিক আইন। চলতি মাসের ১ তারিখ থেকে সারা দেশে ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

2/8

১০ গুণ বাড়ল কলকাতা ট্রাফিকের জরিমানা

Kolkata Traffic rule

গুরুতর অপরাধের জন্য জরিমানা ১০ গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই নতুন নিয়মের লক্ষ্য সড়ক নিরাপত্তা বৃদ্ধি এবং দুর্ঘটনা হ্রাস করা। 

3/8

১০ গুণ বাড়ল কলকাতা ট্রাফিকের জরিমানা

Kolkata Traffic rule

এবার থেকে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় ১০ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের জেল। অপরাধ ফের করলে ১৫ হাজার টাকা জরিমানা এমনকি ২ বছর পর্যন্ত জেল হতে পারে। 

4/8

১০ গুণ বাড়ল কলকাতা ট্রাফিকের জরিমানা

Kolkata Traffic rule

নতুন নিয়মে দেশে হেলমেট না পড়ে বাইক বা স্কুটার চালানোর ক্ষেত্রে ১০০ টাকা জরিমানা হত। নিয়ম পরিবর্তিন হয়ে ১,০০০ টাকার চালান কাটা হবে। যারা ট্রিপল রাইড করবেন তাদের ১০০ টাকার পরিবর্তে ১,০০০ টাকা জরিমানা করা হচ্ছে।

5/8

১০ গুণ বাড়ল কলকাতা ট্রাফিকের জরিমানা

Kolkata Traffic rule

গাড়ি চালানোর সময় ফোনের ব্যবহার করলে ৫০০ টাকা জরিমানা হত। যা বৃদ্ধি করে ৫ হাজার টাকা করা হয়েছে। অবৈধ লাইসেন্স বা বিমার নথি ছাড়া গাড়ি চালানোর জন্য এখন যথাক্রমে ৫ হাজার এবং ২ হাজার টাকা জরিমানা, তিন মাসের কারাদণ্ড। দ্বিতীয়বার একই ভুলে জরিমানা ৪০০০ টাকা। 

6/8

১০ গুণ বাড়ল কলকাতা ট্রাফিকের জরিমানা

Kolkata Traffic rule

দূষণ শংসাপত্র না থাকলে ১০ হাজার টাকা জরিমানা এবং ৬ মাসের জেল। অ্যাম্বুলেন্সের মতো জরুরি যানবাহনকে রাস্তা না ছাড়লে ১০ হাজার টাকা জরিমানা করা হবে। 

7/8

১০ গুণ বাড়ল কলকাতা ট্রাফিকের জরিমানা

Kolkata Traffic rule

সিগন্যাল ভাঙলে এখন পাঁচ হাজার টাকা জরিমানা এবং গাড়িতে অতিরিক্ত মাল চাপালে ২০ হাজার টাকা। ১ মার্চের আগে এই নিয়ম ভাঙার জন্য ২০০০ টাকা জরিমানা করা হত। 

8/8

১০ গুণ বাড়ল কলকাতা ট্রাফিকের জরিমানা

Kolkata Traffic rule

নাবালক আইন ভঙ্গ করলে জরিমানা ২৫ হাজার টাকা এবং ৩ বছরের কারাদন্ডের নিয়ম চালু করা হয়েছে। এমনকী ২৫ বছর বয়স পর্যন্ত লাইসেন্সে নিষেধাজ্ঞা।