Home Image: 
Book Now Pay Later: 'টিকিট কেটে নিন আগে, টাকা মেটাবেন পরে',  চমকপ্রদ পরিষেবা রেলের
Domain: 
Bengali
Section: 
Home Title: 

'টিকিট কেটে নিন আগে, টাকা মেটাবেন পরে',  চমকপ্রদ পরিষেবা রেলের

English Title: 
Indian Rail launches Book Now Pay Later scheme for ticket booking
Slide Photos: 
বুকিংয়ের ধাপ

রেলের ওয়েবসাইট বা রেলের অ্যাপ থেকে বুকিং করতে হবে। টিকিট বুকের জন্য "Book Now, Pay Later" অপশন বেছে নিতে হবে। এর জন্য আগে থেকেই www.epaylater.in গিয়ে রেজিসস্টার করতে হবে। টিকিট বুক করতে গেলে পেমেন্ট লিঙ্ক এসে যাবে মোবাইল বা ইমেল আইডিতে। ১৪ দিনের মধ্যে পেমেন্ট করুন। তারপর টিকিট কনফার্ম হয়ে যাবে।

রেলের ওয়েবসাইট ও অ্যাপ থেকে

রেলের ওয়েবসাইট ও অ্যাপ থেকে টিকিট বুক করা যাবে। এর জন্য থাকতে হবে একটি ইমেলই আইডি ও ফোন নম্বর।

আগেই নাম রেজিস্টার করতে হবে

অনলাইনে টিকিট বুক করার সময়  "Book Now, Pay Later" অপশনটি বেছে নিতে হবে। এর জন্য রেজিস্টার করতে হবে www.epaylater.in সাইটে। টিকিট বুক হয়ে গেলেও তা কনফার্মড হবে টাকা মেটানোর পরই।

অনলাইনেই মিলবে সুবিধা

অনলাইন টিকিট বুকিংয়ের ক্ষেত্রে এরকম একটি ব্যবস্থা চালু করা হয়েছে। টিকিট টাকার পর দাম মেটাতে হবে ১৪ দিনের মধ্যে।

'বুক নাউ পে লেটার'

রেলের এই নতুন পরিষেবার নাম 'বুক নাউ পে লেটার'। অর্থাত্‍ বিনা পয়সায় টিকিট কাটা যাবে তবে পয়সা পরে দিতে হবে।

রেলের নতুন পরিষেবা

টিকিট বুকিংয়ের জন্য নতুন এক পরিষেবা চালু করল রেল।  এখন থেকে টাকা না থাকলেও টিকিট কেটে ফেলতে পারবেন। তা বলে টিকিট ফ্রি নয় একেবারেই।

Publish Later: 
No
Publish At: 
Wednesday, January 29, 2025 - 13:07
Mobile Title: 
'টিকিট কেটে নিন আগে, টাকা মেটাবেন পরে', চমকপ্রদ পরিষেবা রেলের
Facebook Instant Gallery Article: 
No