Minus 12.7 Degrees Celsius: তাহলে সত্যিই শুরু হয়ে গেল বরফযুগ? আবহাওয়াবিজ্ঞানীদের ভবিষ্যদ্বাণী সত্য করেই কি...
Intense Cold Wave: জলের পাইপে জমে গিয়েছে জল। বহু জায়গায় ফ্রিজিং পয়েন্টের নীচে নেমে গিয়েছে তাপমাত্রা। ভয়ংকর একটা ঠান্ডার স্পেল। জীবনধারণ প্রায় অসম্ভব হয়ে পড়েছে। কোথায়?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গোটা হিমাচল বিপর্যস্ত। সেখানে এখন ভয়ংকর ঠান্ডা! বইছে শৈত্যপ্রবাহ। তাপমাত্রা হিমাঙ্কের নীচেই শুধু নয়, অনেকটা নীচে। হিমাচল জুড়ে বহু রাস্তা বন্ধ হয়ে পড়েছে। প্রায় দশদিনের খরার পরে এই শৈত্যপ্রবাহ ও তুষারপাতে পর্যটনব্যবসায়ী থেকে শুরু করে আপেলচাষি-- খুশি সকলেই! তবে খুশির মধ্যে অস্বস্তিও আছে। এক পর্যটকের মৃত্যু ঘটেছে সেখানে। হিমাচল জুড়ে প্রায় ৫০০টি ট্রান্সফর্মার বিকল হয়ে পড়ায় এই রাজ্যের বহু জায়গা অন্ধকারে ডুবে।
1/6
হাড়হিম হিমাচল
প্রথম পর্যায়ের শীতেই উত্তর ভারত জুড়ে কোথাও কোথাও এমন বরফ পড়তে শুরু করেছে যে, নেমে এসেছে বড় মাপের বিপর্যয়। বিশেষ করে অবস্থা সঙ্গিন হিমাচল প্রদেশের। বরফপাতে ৮০০ জন আটকে পড়েছিলেন লাহুলে। তাঁদের অবশ্য উদ্ধার করা গিয়েছে। অত্যন্ত বেশি মাত্রায় বরফ পড়ার কারণে গোটা হিমাচল বিপর্যস্ত। ভয়ংকর ঠান্ডা! বইছে শৈত্যপ্রবাহ। অত্যন্ত বেশি মাত্রায় বরফ পড়ায় হিমাচল জুড়ে প্রায় ৯০টি রাস্তা বন্ধ। এর মধ্যে রয়েছে মানালির রোটাং পাসের মতো অতি গুরুত্বপূর্ণ রাস্তাও।
2/6
পথে ব্যত্যয়
photos
TRENDING NOW
3/6
মাইনাস ১২.৭ ডিগ্রি সেলসিয়াস!
4/6
৩ থেকে ৫ ডিগ্রি করে
6/6
পূর্বাভাস
photos