Minus 12.7 Degrees Celsius: তাহলে সত্যিই শুরু হয়ে গেল বরফযুগ? আবহাওয়াবিজ্ঞানীদের ভবিষ্যদ্বাণী সত্য করেই কি...
প্রথম পর্যায়ের শীতেই উত্তর ভারত জুড়ে কোথাও কোথাও এমন বরফ পড়তে শুরু করেছে যে, নেমে এসেছে বড় মাপের বিপর্যয়। বিশেষ করে অবস্থা সঙ্গিন হিমাচল প্রদেশের। বরফপাতে ৮০০ জন আটকে পড়েছিলেন লাহুলে। তাঁদের অবশ্য উদ্ধার করা গিয়েছে। অত্যন্ত বেশি মাত্রায় বরফ পড়ার কারণে গোটা হিমাচল বিপর্যস্ত। ভয়ংকর ঠান্ডা! বইছে শৈত্যপ্রবাহ। অত্যন্ত বেশি মাত্রায় বরফ পড়ায় হিমাচল জুড়ে প্রায় ৯০টি রাস্তা বন্ধ। এর মধ্যে রয়েছে মানালির রোটাং পাসের মতো অতি গুরুত্বপূর্ণ রাস্তাও।
হিমাচল জুড়ে যেসব রাস্তা বন্ধ তার মধ্যে রয়েছে মানালির রোটাং পাসের মতো অতি গুরুত্বপূর্ণ রাস্তাও-- অটারি-লেহ ন্যাশনাল হাইওয়ে-৩-এর অংশ এটি। এছাড়াও বন্ধ সিমলার ৫৮টি, কিন্নরের ১৭টি, কাংড়ার ৬টি, লাহুল-স্পিতির ২টি এবং কুলুর ও চাম্পার ১টি করে রাস্তা।
সব চেয়ে মর্মান্তিক অবস্থা লাহুল-স্পিতির। সেখানে আঁতকে ওঠার মতো, শিউরে ওঠার মতো, শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নামার মতো মারণ ঠান্ডা এখন। প্রায় মাইনাস ১২.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। টাবোতে একদিন আগে ছিল মাইনাস ১২.৩ ডিগ্রি সেলসিয়াস!
এমনিতেই হিমাচল জুড়ে তাপমাত্রা নেমে যাওয়ার গতি সর্বত্রই অল্পবিস্তর বেশি-- সব জায়গাতেই মোটামুটি ৩ থেকে ৫ ডিগ্রি করে তাপমাত্রা নামছে।
গত ২৪ ঘণ্টায় হিমাচলে বহু জায়গাতেই তুষারপাত ও বৃষ্টি হয়েছে।
আবহাওয়াবিদদের পূর্বাভাস হল, আগামী ১ সপ্তাহ হিমাচল জুড়ে এরকমই থাকবে পরিস্থিতি। বহু জায়গা বিচ্ছিন্ন হয়ে পড়বে। এখনই বহু অঞ্চল বিচ্ছিন্ন।