Mahlagha Jaberi: ইরানি সুপারমডেলের শরীরী আগুনে পুড়ে ছাই হিজাবপন্থী সরকারের ফতোয়া!
ইরানে এখন হিজাব-বিতর্কে আগুন জ্বলছে। হিজাব না পরার 'অপরাধে' এক ২২ বছরের তরুণীকে সেখানে মরতে হয় পুলিসের হাতে; শুধু তাই নয়, এই ঘটনার প্রতিবাদ যাঁরা করেছেন, তাঁরাও পুলিসের হাতে নিগৃহীত হচ্ছেন, মারা যাচ্ছেন। এই প্রেক্ষিতে সেই ইরানেরই কন্যা মাহলাঘা জাবেরির কিছু ছবি ইন্টারনেটে ভাইরাল। ইরানের সরকার যখন সে দেশের মহিলাদের উদ্দেশ্য়ে ফতোয়া জারি করেছে, নিজের মতে পোশাক বাছাই করা যাবে না, সদা হিজাব দিয়ে ঢেকে রাখতে হবে শরীর, ঠিক তখনই মাহলাঘা জাবেরির এই শরীরী প্রতিবাদ!
ক্যালিফর্নিয়া-বেসড বছর তেত্রিশের মাহলাঘা জাবেরি ইরানিয়ান-আমেরিকান সুপারমডেল।
সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার্স ৪০ লাখেরও বেশি!
মাহলাঘা জাবেরি তাঁর নিজের দেশ ইরানের মেয়েদের কাছে একটা প্রেরণা, আইকন। কেননা, তাঁর দেশের মেয়েরা যখন হিজাব না-পরার জন্য দেশের সরকারে কাছে নিগৃহীত হচ্ছেন, তখন তিনি সেই ফতোয়া হেলায় অবজ্ঞা করে নিজের স্বল্পবসনা ছবিতে ভরিয়ে তুলছেন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট।
টিনেজে থাকতে থাকতেই তিনি রীতিমতো সেলিব্রেটি। নানা বিখ্যাত ম্যাগাজিনের কভারে তাঁর ছবি বহুদিন থেকেই প্রকাশিত হয়ে আসছে। ইদানীংকালের নানা ফ্যাশন সেলিব্রেশনেও আমন্ত্রিত থাকেন জাবেরি। ২০২১ সালে এবং চলতি বছরেও কান ফিল্ম ফেস্টিভালে রেড কার্পেটে হেঁটেছেন জাবেরি।
একটা বিশেষ কারণে জাবেরি ভারতেও খুব চর্চিত। তাঁকে ঐশ্বর্য রাই বচ্চনের 'ডপলগ্যাংগার' মনে করা হয়। মানে, তাঁকে একেবারে ঐশ্বর্য রাই বচ্চনের মতো দেখতে।