Chandrayaan-5 Mission: দুর্ধর্ষ চন্দ্রযান-৫ মিশনের ঘোষণা ইসরোর! ইতিহাস ছোঁবে ভারত...

Chandrayaan-5 Mission: চন্দ্রযান-৩ মিশন থেকে একলাফে হবে অনেকটা বড় লাফ...

Mar 17, 2025, 18:50 PM IST
1/6

চন্দ্রযান-৫ মিশনে লক্ষ্য কী?

Chandrayaan-5 Mission

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মিলেছে অনুমোদন। দুর্ধর্ষ চন্দ্রযান-৫ মিশনের ঘোষণা ইসরোর নয়া চেয়ারম্যান ভি নারায়ণনের। জানিয়ে দিলেন দিনক্ষণ। চন্দ্রযান-৫ মিশনের লক্ষ্য হল আরও ভারী রোভার দিয়ে চাঁদের মাটিতে গবেষণা চালানো। জাপানের সঙ্গে যৌথভাবে হবে এই মিশন। 

2/6

চন্দ্রযান-৫ মিশনে লক্ষ্য কী?

Chandrayaan-5 Mission

এর আগে ২০০৮ সালে ভারত প্রথম চন্দ্রযান-১ উৎক্ষেপণ করে। চন্দ্রপৃষ্ঠের রাসায়নিকভাবে ম্যাপিং করে ইতিহাস তৈরি করে ইসরো। 

3/6

চন্দ্রযান-৫ মিশনে লক্ষ্য কী?

Chandrayaan-5 Mission

তারপর ২০১৯ সালে চন্দ্রযান-২ মিশন সফল হয়।   চন্দ্রযান-২ তার অরবিটার থেকে চাঁদের হাই রেজোলিউশনের ছবি ও তথ্য সরবরাহ করে চলেছে।

4/6

চন্দ্রযান-৫ মিশনে লক্ষ্য কী?

Chandrayaan-5 Mission

এরপর ২০২৩ সালে চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করা হয় ও ইতিহাস সৃষ্টি করে চাঁদের দক্ষিণ মেরুতে রোভার প্রজ্ঞানের সফট ল্যান্ডিং করাতে সক্ষম হয় ইসরো। মহাকাশ বিজ্ঞান চর্চায় ভারত ঢুকে পড়ে এলিট গ্রুপে। 

5/6

চন্দ্রযান-৫ মিশনে লক্ষ্য কী?

Chandrayaan-5 Mission

এবার জাপানের সাথে অংশীদারিত্বে ২০২৭ সালে চন্দ্রযান-৫ মিশনে ২৫০ কেজি ওজনের একটি রোভার চাঁদের মাটিতে নামানোর টার্গেট। যা চন্দ্রযান-৩ মিশনের ২৫ কেজি ওজনের 'প্রজ্ঞান' রোভার থেকে আকারে হবে অনেক বড় ও ভারী।

6/6

চন্দ্রযান-৫ মিশনে লক্ষ্য কী?

Chandrayaan-5 Mission

তবে তার আগে জাপানের সঙ্গেই ২০২৭ সালে চন্দ্রযান-৪ উৎক্ষেপণের পরিকল্পনাও করেছে ইসরো। যাতে চন্দ্রের নমুনা সংগ্রহ করে ফিরিয়ে আনা যায়।