Jisshu Sengupta Birthday: 'কাঁটার মুকুট আগেও পরেছিস, কারও গল্পে না হয় ভিলেন!', যীশুর জন্মদিনে খোলা চিঠি দিদির...

Jisshu U Sengupta: বিগত কয়েকমাস আগে নীলাঞ্জনার সঙ্গে বিবাহ বিচ্ছেদে খবরে শিরোনামে উঠে আসেন যীশু। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কাঁটাছেড়া কম হয়নি। জন্মদিনে যীশুকে খোলা চিঠি লিখলেন দিদি রাই সেনগুপ্ত। 

Mar 15, 2025, 21:45 PM IST
1/11

যীশুর জন্মদিনে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টলিউড থেকে বলিউড, দক্ষিণী ছবির পরিচিত নাম যীশু সেনগুপ্ত। ছোটপর্দা থেকে বড়পর্দায় তাঁর খ্যাতি আকাশছোঁয়া।   

2/11

যীশুর জন্মদিনে

বিগত কয়েকমাস আগে নীলাঞ্জনার সঙ্গে বিবাহ বিচ্ছেদে খবরে শিরোনামে উঠে আসেন যীশু। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কাঁটাছেড়া কম হয়নি।   

3/11

যীশুর জন্মদিনে

কলকাতায় নিজের বাড়ি ছেড়ে বর্তমানে তিনি দিদি রাই সেনগুপ্তর সঙ্গে থাকেন, এমনটাই খবর।   

4/11

যীশুর জন্মদিনে

শনিবার তাঁর জন্মদিনে আবেগঘন পোস্ট লিখলেন দিদি রাই সেনগুপ্ত। যীশুর নানা বয়সের ছবির একটি কোলাজও পোস্ট করেন তিনি।   

5/11

যীশুর জন্মদিনে

তিনি লেখেন, 'প্রিয় যুশ, সবসময় জানবি, নিঃশর্তভাবে আমি সবসময় তোর পাশে আছি'।   

6/11

যীশুর জন্মদিনে

'আমরা ভাই-বোন, তাই ঝগড়া হবে, আবার আমি জানি যে আমাদের বন্ড ছিঁড়ে দেবে এমন কেউ জন্মায়নি। যে যাই বলুক, যার স্টোরিতেই তুই ভিলেন হ বা হিরো, একটুকুও বদলাবি না', বার্তা অভিনেতার দিদির।   

7/11

যীশুর জন্মদিনে

ভাইয়ের প্রশংসায় তিনি লেখেন,'তোর মতো মানুষ হতে গেলে অনেক পরিশ্রম লাগে, অনেক কষ্ট পেতে হয়। অনেক কাঁটা ভরা রাস্তা দিয়ে ঝড় ঝাপটার মধ্যে দিয়ে যেতে হয়। নিজেকে নিংড়ে দিতে হয়'।   

8/11

যীশুর জন্মদিনে

অভিনেতার দিদি তাঁর লড়াইয়ে কথা লিখতে গিয়ে বলেন,'তুই কাঁটার মুকুট আগেও পরেছিস, এবারও পরেছিস। ছাই থেকে আবার উঠে দাঁড়ানো একটা শিক্ষা, যা আমরা আমাদের বাবা-মার থেকে শিখেছি'।   

9/11

যীশুর জন্মদিনে

রাই লেখেন, 'আমি যীশুর দিদি হিসাবে পরিচিত, এই পরিচয়ে আমি গর্বিত। তুই আমার বাচ্চা, সারাজীবন তোকে আগলে রাখব। হ্যাপিয়েস্ট বার্থডে যুশ'।   

10/11

যীশুর জন্মদিনে

'উজ্জ্বলতম তারার থেকেও তোর দ্যুতি বেশি ছড়িয়ে পড়ুক। ভগবান তোর মঙ্গল করুক বাচ্চা', লেখেন যীশুর দিদি।   

11/11

যীশুর জন্মদিনে

জন্মদিনেই সামনে এল যীশুর আগামী ছবি 'বরবাদ'-এর লুক। শাকিবের ছবিতে খলনায়কের চরিত্রে দেখা যাবে তাঁকে। ঈদে বাংলাদেশে মুক্তি পাবে সেই ছবি।