Kali Puja Weather: ভেস্তে যাবে কালীপুজো? তুমুল ঝড়বৃষ্টিতে দীপ নিভে যাবে দীপাবলির? ভাসবে কলকাতা-সহ কোন কোন জেলা?
Rain and Thundershowers on Kali Puja in Kolkata: শনিবার থেকেই রাজ্যের উপকূলে মেঘলা আকাশ। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। তাহলে? ম্লান হয়ে যাবে দীপাবলি? ভেস্তে যাবে কালীপুজোও?
|
Oct 17, 2025, 01:31 PM IST
1/7
৭ দিনের হাওয়াখবর

2/7
ম্লান শনি-রবি

জানা গিয়েছে, কলকাতার সার্বিক আবহাওয়া শুক্রবার পর্যন্ত অত্যন্ত মনোরম থাকবে। কলকাতায় সপ্তাহটার শুরু পরিষ্কার আকাশ দিয়ে হলেও শনিবার থেকে রাজ্যের উপকূলে মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। দেখতে গেলে আজ শুক্রবার থেকেই আকাশ 'পার্টলি ক্লাউডি' থাকবে। শনিবার বৃষ্টির আশঙ্কা বেশি থাকবে অবশ্য উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে বজ্রপাতের আশঙ্কা। রবিবারেও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার সঙ্গে পূর্ব মেদিনীপুরেও বৃষ্টি বাড়বে।
photos
TRENDING NOW
3/7
তাহলে সোমে, কালীপুজোর দিনে?

4/7
গরম, বৃষ্টি

5/7
আর কলকাতায়?

শহর অবশ্য বর্ষার মরসুম থেকে সদ্য বেরিয়ে গিয়েছে। এখন আবহাওয়া খুবই পরিষ্কার ও আরামদায়ক থাকার কথা। কেননা শীত আসছে। কিন্তু জানা গিয়েছে, আগামীকাল শনিবার এবং পরশু রবিবার আকাশ আংশিক মেঘলা থাকবে। শনি ও রবিবার খুব সামান্য বৃষ্টি হতে পারে কলকাতায়। কালীপুজো এবং দীপাবলির দিনে আংশিক মেঘলা আকাশ এবং কিছুটা বেশি আপেক্ষিক আর্দ্রতা থাকবে। তবে বৃষ্টির পূর্বাভাস সেভাবে এখনও পর্যন্ত নেই।
6/7
ওয়েদার ওয়ার্নি

7/7
দক্ষিণের হাওয়া

photos